ভাটার মত প্রেম
2023-11-27 09:31:24

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং সিন চে’র কন্ঠে ‘ভাটার মত প্রেম’ শীর্ষক গান। গানটি আমার প্রিয় একটি গান। গানটি ১৯৯৯ সালে প্রকাশিত হয়। চাং সিন চেজে ১৯৬৭ সালের ২৬ মার্চ চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৬ সালে তিনি চীনের ‘স্বর্ণ সংগীত’ পুরস্কার লাভ করেন। ২০০০ সালে তিনি চীনের কেন্দ্রীয় গণবেতারের চীনা পপসংগীত তালিকার তাইওয়ানের প্রিয় গায়কের মর্যাদা লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘নির্ভরতায় বিশ্বাসী’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং সিন চে’র কন্ঠে ‘নির্ভরতায় বিশ্বাসী’ শীর্ষক গান। ২০০৩ সালে তিনি চীনের সংগীত পুরস্কারের তাইওয়ান অঞ্চলের গায়কের পুরস্কার লাভ করেন। ২০১০ সালে তিনি সিঙ্গাপুরের ‘স্বর্ণা সংগীত’ পুরস্কার লাভ করেন। ২০১৬ সালের এপ্রিল মাসে তিনি ১৬তম চীনা শ্রেষ্ঠ সংগীত উত্সবে পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘একটু প্রলুব্ধ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং সিন চে’র কন্ঠে ‘একটু প্রলুব্ধ’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে আরেকটি গান শোনাবো। গানটির শিরনাম ‘ভালোবাসা মাত্র একটি শব্দ’। চীনের বিখ্যাত অ্যানিমেশন চলচ্চিত্র ‘লোটাস ল্যান্টার্নের’ থিম সঙ্গীত এটি। আমি  গানটির কথা পড়ে শোনাবো। কথাগুলো প্রায় এরকম, ‘আকাশে মেঘের খোঁচা, নীল মখমলের মতো সুন্দর। আমি তোমার জন্য পাহাড়ের উপর উঠি। কিন্তু দৃশ্য দেখার কোনো অনুভব নেই। প্রতিটি মনে নতুন স্বপ্ন আছে। আমি আশা করি, তুমি ভুলে যাও নি যে, আমি আজীবন তোমাকে সুরক্ষা করবো। বৃষ্টি ও বাতাসে অথবা যেকোনো খারাপ অবস্থায় আমি মন দিয়ে তোমাকে সুরক্ষা করবো। আমাদের দু’জনের মন সংযুক্ত; তা রাতের আকাশের তারাদের চেয়েও উজ্জ্বল। ‘ভালোবাসা মাত্র একটি শব্দ’ এবং আমি মাত্র একবার বলবো। তুমি জানো, আমি নিজের চেষ্টায় তোমাকে ভালোবাসার প্রতিফলন দেখাবো। সমৃদ্ধ শহরে তোমার ছায়া খুঁজছি। তোমার সুখের জন্য আমি চেষ্টা করতে থাকি। তোমার আনন্দ আমার আজীবন দায়িত্ব’। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন চাং সিন চে’র কন্ঠে ‘ভালোবাসা মাত্র একটি শব্দ’ গানটি। আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে। এখন আমি আপনাদের আরেকটি সুন্দর গানের সঙ্গে পরিচয় করে দিবো। গানের শিরোনাম ‘আমরা দু’জন’। গেয়েছেন গুও দিং। তিনি ১৯৮৫ সালের ১৬ অগাস্ট চীনের হুনান প্রদেশের হুয়াইহয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন গায়ক, সুরকার ও সংগীত প্রযোজক। ২০০৫ সালের মার্চ মাসে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। চলুন, আমরা তাঁর গান শুনবো।

(গান ৫)

আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন গুও দিন’র কন্ঠে ‘আমরা দু’জন’ শীর্ষক গান।২০০৯ সালে তিনি চীনের জাতীয় বেতারের সংগীত চ্যানেলের প্রতিযোগিতায় চীনা মূলভূভাগের শ্রেষ্ঠ সংগীত প্রযোজকের পুরস্কার লাভ করেন। তার পরিবার একটি বাদ্যযন্ত্র পরিবার। তিনি ১১ বছর বয়স থেকে সংগীত রচনা শুরু করার চেষ্টা করেন। ১৫ বছর বয়সে তিনি একটি গানের সুর রচনা করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘সংচিতি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)