‘অন্ধকারকে ভয় পাই’
2023-11-21 10:18:20

চৌ হুয়া চিয়ান ১৯৬০ সালের ২২ ডিসেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের তাইওয়ান প্রদেশের সংগীত মহলের একজন পপ সংগীতশিল্পী, তিনি একই সঙ্গে একজন গীতিকার ও অভিনেতা। তিনি তাইওয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন।

 

১৯৮৪ সালে চৌ হুয়া চিয়ান তার ব্যক্তিগত একক গান "হু এভার সেড" দিয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। ১৯৮৬ সালে রোলিং স্টোন রেকর্ডসে যোগদান করেন। ১৯৮৭ সালে, তিনি "দ্য ডিরেকশন অফ দ্য হার্ট" অ্যালবামের মাধ্যমে  সবার মনোযোগ আকর্ষণ করেন। একই বছর চৌ হুয়া চিয়ান "ওসমানথাস লেন" চলচ্চিত্রের আত্মপ্রকাশে অংশগ্রহণ করেন। ১৯৮৯ সালে, তিনি তার প্রথম কনসেপ্ট অ্যালবাম "দ্য ট্রুস্ট ড্রিম" প্রকাশ করেন।

 

১৯৯১ সালে প্রকাশিত "মেক মি হ্যাপি অ্যান্ড লেট মি ওয়ারি" গানটি সংগীত শিল্পে চৌ হুয়া চিয়ানের অবস্থান প্রতিষ্ঠা করে। ১৯৯২ সালে প্রকাশিত ইংরেজি অ্যালবাম "আই রিমেম্বার" তাইওয়ানে ইংরেজি অ্যালবাম বিক্রির রেকর্ড তৈরি করে। ১৯৯৩ সালে, তিনি তার অ্যালবাম "মেক মি হ্যাপি, লেট মি ওয়ারি" এর জন্য ৪র্থ তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডে সেরা মান্দারিন পুরুষ গায়কের পুরস্কার জিতেন।

বন্ধুরা, এখন শুনুন চৌ হুয়া চিয়ানের কণ্ঠে ‘অন্ধকারকে ভয় পাই’। গানের কথাগুলো এমন: বললে চোখের পানি ধরে রাখি। আমি যদি বলি আমি অনুশোচনা করব না। গভীর রাতে অনুগ্রহ করে আমার হৃদয় এতটা ভেঙ্গে দিও না। যদি বলি আমি আমার দুঃখ চেপে রাখি। আমি বললে খুব ক্লান্ত লাগছে। গভীর রাতে আমি শুধু তোমার কাছাকাছি যেতে চাই। কারণ আমি অন্ধকারকে ভয় পাই, কারণ আমি ঘুমাতে পারি না, কারণ আমার হৃদয় ক্লান্ত, কারণ আমি বৃষ্টি আর বাতাসে ক্লান্ত, কারণ আমি অন্ধকারকে ভয় পাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন চৌ হুয়া চিয়ানের গান ‘কুয়াসা থেকে উড়ে যাওয়া’। গানের কথায় বলা হয়, ফুল ছাড়া, প্রজাপতিরা তাদের ফিরে যাওয়ার পথ জানে না। চাঁদ অনুপস্থিত এবং তারার আলো ঝাপসা পার্থিব বিষয়গুলো কুয়াশার আস্তরণে আবৃত। হঠাৎ শুনতে পেলাম কারো কান্না। তুমি তোমার পথ হারিয়ে ফেলেছো এবং মনে করো যে, মানুষের হৃদয় আগের মতো পুরানো নয়। পাহাড় উচু আর পানিও কম। আমি আমার ফেরার পথ দেখতে পাচ্ছি না। তুমি পথ হারিয়ে ফেলেছ, ভালোবাসা আর ঘৃণা বিচরণ করছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো চৌ হুয়া চিয়ানের কণ্ঠে ‘আমি কে’ নামের গানটি। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।