‘আজ’
2023-11-20 10:21:35

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিয়াং ইয়ং ছি’র কন্ঠে ‘তাঁকে পছন্দ করি’ শীর্ষক গান। এখন আমরা শুনবো তাঁর কন্ঠে একটি ইংরেজি গান। গানের নাম 'আজ'। এ গানের মাধ্যমে মেয়েদের বন্ধুত্ব সম্পর্কে শিল্পী তার অনুভূতি প্রকাশ করেছেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিয়াং ইয়ং ছি’র কন্ঠে ‘আজ’ শীর্ষক গান। আচ্ছা, বন্ধুরা, ইংরেজি গান শোনার পর আবারও চীনা গান শুনি আমরা, কেমন? গানের নাম 'তাজা'। ২০০৭ সালে এ গান প্রথমবারের মতো শ্রোতাদের কাছে পৌঁছায়। তখন মাত্রই লিয়াং ইয়ং ছি তাঁর প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন। তাঁর প্রেমিক ছিলেন চীনের হংকং বিশেষ প্রশাসনিক এলাকার একজন বিখ্যাত অভিনেতা। তাঁদের প্রেম টিকে ছিল ৭ বছর। লিয়াং ইয়ং ছি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। এ গানে তিনি প্রেম হারানোর বেদনা বর্ণনা করেছেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিয়াং ইয়ং ছি’র কন্ঠে ‘তাজা’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘নিজের জন্য প্রেমের গান’ শীর্ষক গান শোনাবো। গানের কথা মোটামুটি এমন: তুমি কে? কেন প্রতিরাত একই গান না-শুনলে তোমার ঘুম হয় না?/ এখন আর যুবক নও তুমি, তারপরও ভালোবাসার দুঃখ স্বীকার করো না/ মনে একটি খালি জায়গা রয়েছে, সাধারণ নারী কাউকে মন দিলে, তার মাথা নষ্ট হয়ে যায়/ ভালোবাসার মানুষের সঙ্গে বিচ্ছেদের পর সে বুঝতে পারে এর দুঃখ কতো বেশি...চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিয়াং ইয়ং ছি’র কন্ঠে ‘নিজের জন্য প্রেমের গান’ শীর্ষক গান। এখন আমরা একই অ্যালবামের আরেকটি গান শুনবো। গানের নাম 'প্রেমে এতো জ্বালা'। গানের কথাগুলো এমন: আমি চোখ খুলে তাকাই, কিন্তু সূর্যের আলো অনুভব করতে পারি না/ আমি খাওয়ার পর হঠাত কাঁদতে চাই, আমি তোমাকে মিস করতে চাই না/ কিন্তু সময় থেমে গেছে, বন্ধুদের সঙ্গে আড্ডায় কোনো কাজ হয় না, আমি শুধু তোমাকে মিস করি/ তুমি আমার মনে বাস করছিলে, এখন সে জায়গাটা খালি হয়ে গেছে/ প্রেমের এতো জ্বালা যা কল্পনাও করা যায় না/ অবশেষে একদিন প্রেম হারানোর যন্ত্রণার বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে/ জানি না আর কোনোদিন এতো দুঃখ সইতে হবে কি না......চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিয়াং ইয়ং ছি’র কন্ঠে ‘প্রেমে এতো জ্বালা’ শীর্ষক গান। দুঃখের গান শুনতে শুনতে কি আপনাদের মন ভারী হয়ে গেছে? চলুন তাহলে মন হালকা করতে একটি হালকা গান শুনি। গানের নাম 'রহস্যময় ঋতু'। এ গানের মাধ্যমে লিয়াং ইয়ং ছি তাঁর আশাবাদী মনের প্রকাশ ঘটিয়েছেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)