সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
(গান ১)
বন্ধুরা, আপনারা শুনছিলেন সিঙ্গাপুরে চীনা প্রবাসী কন্ঠশিল্পী সুন ইয়ান জি’র কন্ঠে ‘যে আমি মিস করি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘অন্ধকার’ শীর্ষক গান শোনাবো। চীনে খুব জনপ্রিয় এ গানটি। গানে একটি মেয়ের ভালোবাসার কথা, তার জীবনবোধের কথা বর্ণনা করা হয়েছে। গানের কথা এমন: ভবিষ্যতে কার সঙ্গে আমার দেখা হবে? যে লোকের জন্য আমি অপেক্ষা করছি, সে আমার থেকে কতো দূরে? অবশেষে আমি উত্তর পাবো এবং তোমার সাথে দেখা করা আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতায় পরিণত হবে।
চলুন, আমরা গানটি শুনবো।
(গান ২)
বন্ধুরা, আপনারা শুনছিলেন সিঙ্গাপুরে চীনা প্রবাসী কন্ঠশিল্পী সুন ইয়ান জি’র কন্ঠে ‘অন্ধকার’ শীর্ষক গান। সুন ইয়ান জি গান গাওয়া ছাড়াও, অনেক সমাজসেবামূলক তত্পরতায় অংশ নিয়ে থাকেন। তিনি বিশ্বের অনেক দরিদ্র দেশ বা অঞ্চলে গিয়েছেন এবং বিভিন্ন দাতব্যকাজে অংশগ্রহণ করেছেন। তিনি নানান সময় বিশ্বের বিভিন্ন দেশের দরিদ্র শিশুদের জন্য অর্থসাহায্য দিয়েছেন। তিনি মনে করেন, একজন বিখ্যাত মানুষ হিসেবে তিনি যদি তার অনুরাগীদের মধ্যে ভালো প্রভাব ফেলতে পারেন, তাহলেই তার জীবন সফল। এখন যে গান আপনারা শুনছেন তার নাম 'প্রথম দিন'। এ হল সুন ইয়ান জি ও তার বন্ধুদের যৌথ রচনা। গানটি আমাদের নিয়ে যাবে গ্রীষ্মকালের সমুদ্রতীরে।
(গান ৩)
২০০৬ সাল পর্যন্ত সুন ইয়ান জি-র ১০টি ব্যক্তিগত অ্যালবাম প্রকাশিত হয় এবং ১ কোটি ৮৩ লাখ কপি বিক্রি হয়। ২০১১ সাল সুন ইয়ান জির জন্য বিশেষ একটি বছর। ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সুন ইয়ান জি-র নতুন অ্যালবাম প্রকাশিত হয় এবং নভেম্বর মাসে ৫ বছর প্রেম করার পর তিনি তার ছেলেবন্ধুর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। এখন আপনাদের শোনাবো সুন ইয়ান জির 'মুহূর্ত' শীর্ষক একটি গান। আশা করি আপনারা গানটি পছন্দ করবেন।
(গান ৪)
বন্ধুরা, আপনারা শুনছিলেন সিঙ্গাপুরে চীনা প্রবাসী কন্ঠশিল্পী সুন ইয়ান জি’র কন্ঠে ‘মুহূর্ত’ শীর্ষক গান। বিয়ের পর সুন ইয়ান জি সাময়িকভাবে সংগীতের জগত থেকে বিদায় নেন। ২০১২ সালে সুন ইয়ান জি মা হন এবং তার জীবন নতুন এক পর্যায়ে প্রবেশ করে। স্ত্রী ও মা হিসেবে সুন ইয়ান জির জীবন অনেক পাল্টেছে। তবে, তিনি জানেন তার অনুরাগীরা তার জন্য অপেক্ষা করছে এবং তিনিও গান গাইতে অনেক পছন্দ করেন। ২০১৪ সালে সুন ইয়ান জি তার নতুন অ্যালবাম নিয়ে আমাদের কাছে ফিরে আসেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দেখা হয়’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৫)
বন্ধুরা, আপনারা শুনছিলেন সিঙ্গাপুরে চীনা প্রবাসী কন্ঠশিল্পী সুন ইয়ান জি’র কন্ঠে ‘দেখা হয়’ শীর্ষক গান। ২০১৪ সালে ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত এ অ্যালবাম তার দ্বাদশ ব্যাক্তিগত অ্যালবাম এবং অ্যালবামটির নাম 'Kepler'। এখন উপভোগ করব এ অ্যালবামের প্রধান গান 'Kepler' অ্যালবামে আমার প্রিয় একটি গান আছে। গানের নাম 'ফেরেশতার আঙ্গুলের ছাপ'। গানে বলা হয়েছে যে, ভালোবাসায় যে দুঃখ বা ব্যথা আমরা পাই, তা আসলে ফেরেশতার আঙ্গুলের ছাপ। ভুল ভালোবাসার মাধ্যমে আমরা সত্যিকারের ভালোবাসা অর্জন করতে পারি। এখন শুনুন গানটি।
আমি বিশ্বাস করি ভবিষ্যতে সুন ইয়ান জি আমাদেরকে আরও বেশি সুন্দর গান উপহার দেবেন। আজকের শেষ গান হিসেবে আপনাদের উপহার দেব সুন ইয়ান জি-র গাওয়া 'বিশ্বাস' শীর্ষক একটি গান। আশা করি আপনারা গানটি পছন্দ করবেন।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)