ডানকো
2023-11-20 11:07:21

ডানকোর আসল নাম লিউ চিয়াইয়ু। তিনি ১৯৯২ সালের ৪ নভেম্বরে চীনের কুয়াংতোং প্রদেশের শানথৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন র‌্যাপার, গীতিকার এবং র‌্যাপ গ্রুপ এইচএইচএইচ-এর প্রতিষ্ঠাতা। 

মাত্র ৩ বছর বয়সে ডানকো পিয়ানো শিখতে শুরু করেন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি সি’আন শহরে গিয়ে সি’আন কনজারভেটরি অব মিউজিকের সঙ্গে যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের কিবোর্ড বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বছর থেকে তিনি হিপ হপ সঙ্গীত শুনতে শুরু করেন এবং নিজেই গান রচনা শুরু করেন। পরে হিপ হপ অনুরাগী তিং ফেই’র সঙ্গে তার পরিচয় হয় এবং দু’জন ফ্রিস্টাইল র‍্যাপ প্রতিযোগিতা করেন। 


বন্ধুরা, শুনছিলেন ডানকো’র গান ‘বুমশেল’। আসলে এটি তাঁর প্রথম অ্যালবামের শিরোনাম সঙ্গীত। প্রথম অ্যালবামে তাঁর মোট ১২টি গান অন্তর্ভূক্ত করা হয়। এগুলোর মধ্যে র‍্যাপ, রক, আর অ্যান্ড বি, লিরিক্যাল, পপসহ বিভিন্ন স্টাইলের সঙ্গীত রয়েছে, যা পুরোপুরিভাবে তাঁর সঙ্গীত রচনা দক্ষতা এবং বহু স্টাইলের সঙ্গীত ম্যানেজ করার সামর্থ্যের প্রতিফলন। বন্ধুরা, এখন আমি আপনাদের ‘বুমশেল’ অ্যালবাম থেকে দু’টো গান বেছে আপনাদের শোনাব, কেমন? গানের নাম ‘উজ্জ্বল বোমা’ এবং ‘রক ইউথ মি’। দু’টো গানই তিনি ও অন্য র‍্যাপার শিল্পীর সঙ্গে গাওয়া। 

আসলে প্রথম অ্যালবাম প্রকাশ করার আগে, ২০১০ সালে, ডানকো ৬টি মূল গান সৃষ্টি করেন। তিনি নিজেই সিডি ছেপে এবং প্যাকিং করে, একটি ছোট লাইভহাইসে বিশেষ একক পরিবেশন করেন। তবে শেষ পর্যন্ত মাত্র কয়েক ডজন মানুষ সেখানে এসেছিলেন এবং তারা সবাই তাঁর সঙ্গীত মহলের বা পরিচিত বন্ধু। যে সিডিগুলো তিনি বিক্রি করতে চেয়েছিলেন, সেগুলো উপস্থিত মানুষদের দিয়ে দেন। পরিবেশনার পরই তাঁর দল গঠনের ধারণা আসে। সমৃদ্ধ অভিজ্ঞতা থাকার কারণে তিনি বহু র‍্যাপ গান সৃষ্টি করতে সক্ষম হন। এখন আমি তাঁর অন্য একটি র‍্যাপ গান আপনাদের শোনাচ্ছি, কেমন? গানের নাম ‘আমার মনে কিছু আছে’।


‘আমাকে জোরে বলতে বলো না’ আসলে ডানকো’র ২০২৩ সালের নতুন অ্যালবাম ‘আরইডিএইচ’-এর পূর্ববর্তী গান। রেট্রো ফাঙ্ক শৈলী বিন্যাস ডানকো’র প্রথম চেষ্টা। 


২০২৩ সালের ২১ ফেব্রুয়ারিতে ‘মিস ইউ’ সঙ্গীত প্রকল্প প্রকাশিত হয়। আসলে এটি চারজন কণ্ঠশিল্পীর গান অন্তর্ভূক্ত করা একটি অ্যালবাম। ডানকোর ‘অনুমান করার দরকার নেই’ গানটি এর মধ্যে অন্যতম। (প্রেমা/রহমান)