১৪ নভেম্বর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সানফ্রান্সিসকো পৌঁছান এবং যুক্তরাষ্ট্রে তার সফর শুরু করেন। এবারের সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আনুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি, এপেকের শীর্ষনেতাদের ৩০তম অনানুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণ করবেন। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন-মার্কিন রাষ্ট্রপ্রধানদ্বয়ের বৈঠকের তাত্পর্য কী? তা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কেমন প্রভাব ফেলতে পারে? এপেক এখন বৈশ্বিক উন্নয়নে কেমন ভূমিকা রাখছে? আজকের অনুষ্ঠানে এসব বিষয় নিয়ে আলাপ করব অধ্যাপক দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। চলুন, কথা বলি ড. দেলোয়ার হোসেনের সঙ্গে।