সিনচিয়াংয়ে ভ্রমণ
2023-11-17 14:32:06

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও তিব্বতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর তিব্বত সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

 

সিনচিয়াং একটি অনন্য জায়গা, এমন একটি জায়গা যা মানুষকে স্বপ্ন দেখাতে পারে। সিনচিয়াং একটি জাদুকরী স্থান; সুন্দর ও রহস্যময়। সিনচিয়াংয়ে অসংখ্য সুন্দর দৃশ্যস্থান রয়েছে, যেগুলো  আমাদের আবিষ্কার, উপলব্ধি, অনুভবের অপেক্ষায় আছে।

 

সিনচিয়াং চীনের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চল যার একটি দীর্ঘ ইতিহাস এবং জাঁকজমকপূর্ণ সংস্কৃতি রয়েছে।

 

আকর্ষণীয় স্থানসমূহ

১. কানাস সিনিক এরিয়া: কানাস সিনিক এরিয়া হল বুরকিন কাউন্টি, আলতাই অঞ্চল, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উত্তর অংশে অবস্থিত একটি প্রাকৃতিক নৈসর্গিক এলাকা। এটি একটি বিস্তৃত নৈসর্গিক স্থান যেখানে আছে বিরল গাছপালা, বিরল বন্যপ্রাণী। এর আছে দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি। এখানে সবচেয়ে সুন্দর হ্রদ, গভীরতম গিরিখাত এবং সবচেয়ে পুরনো আদিম বন রয়েছে। এটি একটি রহস্যময় এবং সুন্দর জায়গা।

দুকু হাইওয়ে উত্তরে উরুমচি থেকে দক্ষিণে কুকা পর্যন্ত প্রসারিত, মোট দৈর্ঘ্য ৫৬১ কিলোমিটার। এটি চীনের দশটি সবচেয়ে সুন্দর হাইওয়ের একটি। এটি থিয়ানশান পর্বতমালা ও থিয়ানশান পর্বতমালার তিনটি এলাকায় বিস্তৃত। এই এলাকা তিনটি হচ্ছে: কংনাইসি তৃণভূমি, হাপা নদীর ঘাট, এবং নলটি তৃণভূমি। এই মহাসড়কটি "চীনের সবচেয়ে সুন্দর ল্যান্ডস্কেপ অ্যাভিনিউ" নামে পরিচিত।

২. নালাটি হল একটি তৃণভূমি যা চারদিকে পাহাড় দ্বারা বেষ্টিত, একটি বেসিনের মতো। এখানে রয়েছে পাহাড় এবং গিরিখাত, ক্রিস-ক্রসিং নদী, সর্বত্র বুনো ফুল ও গবাদি পশু এবং ভেড়ার পাল। এটি সিনচিয়াংয়ের  অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ।

৩. কানাস হল চীনের গভীরতম মিঠা পানির হ্রদ এবং এটি "প্রাচ্যের ছোট্ট সুইজারল্যান্ড" নামে পরিচিত। এখানকার জল স্বচ্ছ এবং হ্রদের পৃষ্ঠ জলপাই সবুজ রঙের। হ্রদের জলে বিভিন্ন ধরনের খনিজ এবং ট্রেস উপাদান রয়েছে এবং এটি খুবই পরিষ্কার।

৪. নালাটি তৃণভূমি " সিনচিয়াংয়ের সবচেয়ে সুন্দর তৃণভূমি" হিসাবে পরিচিত। এখানকার ভূখণ্ড সমতল। এখানে আছে ঘাস এবং গবাদি পশু ও ভেড়ার পাল। বসন্ত ও গ্রীষ্মে, এটি রঙিন বুনো ফুলে পূর্ণ হয়। ছবি তোলার জন্য এটি একটি ভালো জায়গা।

৫. কুকা গ্র্যান্ড ক্যানিয়ন দাউসু টাউন, কুকা কাউন্টি, আকসু প্রিফেকচার, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে ৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এটি তার সুন্দর দৃশ্যের জন্য বিখ্যাত এবং "মহা প্রাচীরের ওপারে চিয়াংনান" নামে পরিচিত।

৬. ‘কুই চি’ সাংস্কৃতিক উদ্যান উরুমচি থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম ‘কুই চি’ সাংস্কৃতিক স্থান এবং ‘কুই চি’ জাতীয় সাংস্কৃতিক উদ্যানের একটি উজ্জ্বল মুক্তা। ‘কুই চি’ সাংস্কৃতিক উদ্যানের স্ট্রিট মার্কেটের রয়েছে হাজার বছরের ইতিহাস।

৭. হেমু: হেমু হল একটি অদ্ভুত এবং আদিম পাহাড়ি গ্রাম, যা "প্রাচ্যের ছোট সুইজারল্যান্ড" নামে পরিচিত। এটি চীনের একমাত্র টুভা বসতি এবং বিশ্বের তিনটি অবশিষ্ট টুভা উপজাতির মধ্যে একটি।

৮. কানাস হ্রদ বুরকিন কাউন্টি, আলতাই অঞ্চল, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি আলপাইন হ্রদ। এটি আলতাই পর্বতমালার মধ্যবর্তী অংশের দক্ষিণ পাদদেশে অবস্থিত। এটি পাহাড় দ্বারা বেষ্টিত একটি বদ্ধ হ্রদ।

৯. নালাটি: নালাটি তৃণভূমি উরুমচি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বুরকিন কাউন্টির উত্তর অংশে পাহাড়ী এলাকায় অবস্থিত। নালাটি টাউন একটি সংকীর্ণ স্ট্রিপে নালাটি তৃণভূমির গভীরে অবস্থিত। কারণ, এটি থিয়ানশান পর্বতমালার গভীরে অবস্থিত এবং শহর ও প্রধান পরিবহন রুট থেকে অনেক দূরে, এটি একটি স্বর্গের মতো।

১০. বেইনবুলাক তৃণভূমি চিং কাউন্টি, বেইঙ্গোলিন মঙ্গোলিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেকচার, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এটি চীনের বৃহত্তম তৃণভূমিগুলির মধ্যে একটি এবং সিনচিয়াংয়ের সেরা চারণভূমিগুলির মধ্যে একটি। প্রতিবছর প্রচুরসংখ্যক পর্যটক এখানে আসেন।

১১. উরুমচি হল উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী, চীনের পাঁচটি প্রধান জাতিগত সংখ্যালঘু স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি। এখানে শক্তিশালী পশ্চিমা রীতিনীতির পাশাপাশি জাতিগত রীতিনীতিও রয়েছে।

 

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn  আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা:  https://bengali.cri.cn/  সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (উর্মি/আলিম)