এপেক সিইও সম্মেলনে ৮০টি চীনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ
2023-11-16 17:22:13

 

নভেম্বর ১৬: ২০২৩ সালের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সিইও সম্মেলন ১৫ থেকে ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ-সিসিপিআইটি’র উদ্যোগে ডিজিটাল অর্থনীতি, যন্ত্র উৎপাদন, বায়োমেডিসিন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতের ৮০টি চীনা শিল্পপ্রতিষ্ঠানের ১২০জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। 


সিসিপিআইটি’র প্রধান রেন হংপিন সাংবাদিককে জানান, বতর্মানে চীনা ও মার্কিন ব্যবসায়িক মহলে পরস্পরের জন্য কল্যাণকর সহযোগিতা জোরদার করার ইচ্ছা খুব প্রবল। চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার হলে তা বিশ্বের জন্য আরও বেশি নিশ্চয়তা, স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগাবে বলে চীন বিশ্বাস করে। 


চীন ও যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের শীর্ষ দুটি অর্থনীতি। দু’দেশের অর্থনীতির মোট আকার বিশ্বের এক-তৃতীয়াংশেরও চেয়ে বড়, তাদের জনসংখ্যা বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বিশ্বের এক-পঞ্চমাংশ এবং দুপক্ষের স্বার্থ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। 


রেন হংপিন জানান, সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আদান-প্রদান অনেক বেড়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে সুষ্ঠু ধারা এসেছে, যা বিশ্বের জন্য একটি মূল্যবান সুখবর। 


তিনি বলেন,“চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, বিশেষ করে আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী মহল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শক্তি। দুদেশের ব্যবসায়ী মহলে সহযোগিতা জোরদারের প্রবল ইচ্ছাও রয়েছে। দুদেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে চাইলে, আমাদের ব্যবসায়ী মহলের ইতিবাচক সহযোগিতার চেতনা ধারণ করতে হবে।”


রেন হংপিন জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীনা বাজার মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বেশ আকর্ষণ করছে। চলতি বছরের প্রথম ৮ মাসে, চীনে মার্কিন পুঁজি বিনিয়োগের পরিমাণ ১৯৮ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এ অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৬ শতাংশ বেশি। 


তিনি বলেন, “এ বছর টেসলা কোম্পানির প্রধান ইলোন মাস্কসহ প্রায় একশ আন্তর্জাতিক কোম্পানির প্রধান চীনে সফর করেছেন। চীনের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে তারা অনেক আশাবাদী। তারা জানান, তাদের নেতৃত্বে তাদের কোম্পানি চীনে বিনিয়োগ আরও বাড়াবে।” 


রেন হংপিন জানান, বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন বরাবরই বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। বিশ্বের অর্থনীতির দৃঢ়তা বাড়ানোর জন্য চীন প্রচেষ্টা অব্যাহত রাখবে। 


তিনি বলেন,“দশ বছরে আগে, প্রেসিডেন্ট সি চিন পিং মানবজাতির জন্য অভিন্ন কল্যাণের সমাজ গঠনের ধারণা উত্থাপন করেছিলেন। গত ১০ বছরে, সমতাভিত্তিক, উন্মুক্ত, সহযোগিতামূলক ও ভাগাভাগির বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ধারণাকে চীন সমর্থন করে আসছে। চীন দৃঢ়ভাবে বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করে এবং সত্যিকারের বহুপক্ষবাদকে সমর্থন করে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা, জি-টোয়েন্টি, এপেকসহ একাধিক বহুপাক্ষিক ব্যবস্থার উন্নয়নে চীন কাজ করে আসছে। এছাড়া, আরও ন্যায্যতার দিকে এগিয়ে যেতে বৈশ্বিক প্রশাসনকে উন্নত করার জন্য চীন অব্যহতভাবে ইতিবাচক ভূমিকা রাখছে বা রাখবে।”

(আকাশ/রহমান)