‘দক্ষিণাঞ্চলের মেয়ে’
2023-11-11 17:21:09

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ফাং লংয়ের কন্ঠে ‘তুমি আমার গোলাপী ফুল’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘স্মৃতিতে লুকিয়ে থাকা গান’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা প্রায় এমন: যে গানগুলো আমরা ভালোবাসতাম, তা ছিলো একটি হলুদ রঙের ছবির গ্যালারি। গ্যালারিতে অদম্য যৌবনের ভ্রমণ এবং হৃত্স্পন্দনের লজ্জা রাখা। যে গানগুলো আমরা গেয়েছিলাম, তা ছিলো গল্পসমৃদ্ধ বই। বইতে দুঃখ, সুখ, ত্যাগ ও পুনর্মিলন খোদাই করা...।...আমরা ভালোবাসতাম, আমরা স্মৃতিতে লুকিয়ে পড়তাম, তা আমাদের যৌবনের সঙ্গে উড়ে যাচ্ছিলো।

আচ্ছা, বন্ধুরা তাহলে এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ফাং লংয়ের কন্ঠে ‘স্মৃতিতে লুকিয়ে থাকা গান’ শীর্ষক গান। খুবই সুন্দর একটি গান। তাই না? এখন আমি আপনাদের আরেকটি সুন্দর গানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। গানের শিরোনাম ‘আমার মনে আছে’। গেয়েছেন চাও লেই। তিনি ১৯৮৬ সালের ২০ জুলাই জন্মগ্রহণ করেন। হাইস্কুলে থেকেই তিনি গান ও গিটার বাজানো শুরু করেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী চাও লেই’র কন্ঠে ‘আমার মনে আছে’ শীর্ষক গান। তিনি শেনসি, কানসু, ইউননান, তিব্বত ভ্রমণ করে লোকসংগীতের অভিজ্ঞতা অর্জন করেন। ২০০৩ সালে ১৭ বছর বয়সী চাও লেই নিজের গিটার নিয়ে বেইজিংয়ে আসেন। রাজধানীতে নিজের সংগীতের স্বপ্ন বাস্তবায়ন শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ডোর’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী চাও লেই’র কন্ঠে ‘ডোর’ শীর্ষক গান। এখন আমি যে গান আপনাদেরকে শোনাতে চাই, তার শিরোনাম ‘দক্ষিণাঞ্চলের মেয়ে’। গানটির কথা মোটামুটি এমন: উত্তর চীনে একজন দক্ষিণাঞ্চলের মেয়ে থাকে। সে সবসময় স্কার্ট পড়ে রাস্তায় দাঁড়ায়। সে কথা কম বলে, কিন্তু খুব শান্ত ও সুন্দর। তার নরম চোখে কী আছে? আছে স্মৃতির দুঃখ। দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি, শীতকালে উত্তরাঞ্চলের মতো এতো ঠাণ্ডা নয়। সেখানে তাঁর এতো বেশি মোটা কাপড় পড়া উচিত নয়। সে সড়কে নিজের সুন্দর ছায়া ফেলে গেছে। দক্ষিণাঞ্চলের মেয়ে, তুমি কি উত্তরাঞ্চলের ঠাণ্ডা বুঝতে পেরেছো? দক্ষিণাঞ্চলের মেয়ে, তুমি কি উত্তরাঞ্চলের মানুষের অসঙ্কোচ ভাব পছন্দ করো? দক্ষিণাঞ্চলের মেয়ে, তুমি কি উত্তরাঞ্চলকে ভালোবাসো? তুমি বলেছো, এ বছর তুমি জন্মস্থানে ফিরে যাবে। কারণ, স্মৃতিতে মানুষ কষ্ট পায়। স্মৃতি তোমার অশ্রুকে ডাকছে। দক্ষিণাঞ্চলে ফসল ভালো হয়। এটি হলো সহজ স্বপ্ন।

 

আচ্ছা, বন্ধুরা, তাহলে আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাও লেই’র কন্ঠে গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করেছেন। এখন আমি আরেকটি ভালোবাসার গানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। গানের শিরোনাম হলো ‘বৈকাল হ্রদ’। গেয়েছেন লি চিয়ান। তিনি ১৯৭৪ সালের ২৩ সেপ্টেম্বর হেইলংচিয়াং প্রদেশের হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিংহুয়ার ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ থেকে স্নাতক হন। তার পরিবার একটি সাহিত্যিক পরিবার। তিনি ছোটবেলায় অপেরা শিখেছেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)