‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৪৩
2023-11-08 14:28:31

                                   

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।  

       

১. ভেক্স রোবোটিক্স প্রতিযোগিতায় তরুণরা

সম্প্রতি ছোংছিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল আঞ্চলিক ভেক্স রোবোটিক্স প্রতিযোগিতা। এতে দক্ষিণ-পশ্চিম চীন থেকে আসা প্রায় দেড় হাজার শিশু কিশোর অংশ নিয়ে তাদের সৃজনশীলতা এবং প্রযুক্তিগত জ্ঞান প্রদর্শন করে।

 

১৪তম ভেক্স এশিয়ান ওপেন চায়না ট্রায়ালের অংশ হিসেবে, পশ্চিম চীনে  ছোংছিংয়ে এই আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

  

৩৩৬টি দলে বিভক্ত করা হয় শিক্ষার্থীদের। এতে ছোংছিং, সিছুয়ান এবং ইয়ুননান প্রদেশের  জুনিয়র ও সিনিয়র হাইস্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

 

আয়োজকরা জানান, তরুণদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করা হলো এই আয়োজনের প্রাথমিক লক্ষ্য।  প্রতিযোগীদের টিমওয়ার্কের পাশাপাশি মানসিক দৃঢ়তারও পরীক্ষাও নেয়া হয় এতে।

 

রোবোটিক্স অলিম্পিক হিসেবে ডাব করা ভেক্স রোবোটিক্স প্রতিযোগিতা বিশ্বব্যাপী কিশোর-কিশোরীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রোবোটিক্স প্রতিযোগিতাগুলোর মধ্যে একটি, যা ৪০টিরও বেশি দেশের লাখ লাখ তরুণ প্রতিযোগীকে প্রতি বছর এর বিশ্বব্যাপী ইভেন্টগুলোতে অংশগ্রহণের জন্য আকৃষ্ট করে।  

 

প্রতিবেদন : রওজায়ে জাবিদা ঐশী  

সম্পাদক : মাহমুদ হাশিম

 

২. দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলে তরুণদের ভূমিকা শীর্ষক সম্মেলন

সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে ‘সংহতি এবং উদ্ভাবনের জন্য যুব শক্তি: টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে লড়াই’এ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব যুব উন্নয়ন ফোরাম-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মূলত বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা এবং তরুণ প্রজন্মের শক্তিকে মেলে ধরা ও কর্মপরিকল্পনার মধ্যে তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি কিংবা চিন্তাভাবনার প্রতিফলন ঘটাতে বিশ্বের যুব নেতৃত্বকে একসঙ্গে করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

 

চীনসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ২ হাজার যুব প্রতিনিধি অনলাইন কিংবা সরাসরি সম্মেলনে যোগ দিয়েছেন। এতে বিশ্বের ৪৩টি দেশ থেকে নির্বাচিত গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যান সম্পর্কিত ১০০টিরও বেশি সহযোগিতা প্রকল্প প্রকাশ করা হয়।

 

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সিভিল সোসাইটি এবং যুব প্রোগ্রাম বিশেষজ্ঞ বেনিয়াম গেব্রেজঘি বলেন,

 

‘ডিজিটাল সমাধানগুলো গ্রহণ করা হয়েছে কি-না তা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে পথগুলো দেখতে হবে। সুতরাং দক্ষতা ও জ্ঞানের দিকে তাকানো যথেষ্ট নয়। সমস্যার সমাধানে আপনি কীভাবে সেগুলো প্রয়োগ করবেন, কীভাবে সেগুলো বাস্তবায়ন করবেন সেদিকে তাকানো জরুরি। আমাদের জন্য এটি ইকোসিস্টেমের মতো। যেখানে সব অংশীদার পরিকল্পনাকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।’

ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এ ফোরাম বিস্ময়কর পরিবর্তন কিছু এনেছে। ইতোমধ্যে ফোরামের কিছু প্রতিনিধি তা প্রত্যক্ষ করেছেন। তাদের একজন গ্রেট সিল্কওয়ে ইন্টারন্যাশনাল ইয়ুথ ইউনিয়নের প্রেসিডেন্ট আইথান আলিয়েভা।

‘দশ বছর আগে আমরা শুধু কথা বলতাম এবং আমরা আমাদের বিষয়গুলো উপস্থাপন করতাম। কিন্তু এখন আমরা আমাদের উপস্থাপনা, বিভিন্ন অ্যাপ, বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম এখানে দেখাতে পারছি।’

 

ফোরামে তরুণ প্রযুক্তিবিদরা তাদের আধুনিক ডিজিটাল প্রযুক্তিগুলো তুলে ধরেন, যা একটি স্মার্ট ডিজিটালাইজড সমাজ গঠনে অন্য তরুণদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

 

প্রতিবেদক: শুভ আনোয়ার

সম্পাদক : মাহমুদ হাশিম

 

৩. নাইট স্কুল কোর্সে ঝুঁকছেন চীনের তরুণরা

সম্প্রতি সাংহাইয়ের তরুণ-তরুণীরা নিজেদের ব্যস্ত সময়ের মধ্যে তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে বেছে নিচ্ছে নাইট স্কুল কোর্স। সারাদিন কাজের পরে যারা তাদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাকে উন্নত করতে চান তাদের কাছেই মুলত জনপ্রিয় এই রাত্রিকালীন কোর্স।

 

 

 

সাংহাই গণ আর্ট সেন্টারে নাইট স্কুলের কোর্সগুলোর জনপ্রিয়তা এখন প্রতিনিয়ত বাড়ছে। সম্প্রতি এই স্কুলে তালিকাভুক্ত ৩৮০টিরও বেশি কোর্সে ভর্তি হয়েছে প্রায় ৯ হাজারেরও বেশি শিক্ষার্থী। তবে মজার ব্যাপার হচ্ছে, এই নাইট স্কুলের ৯০ শতাংশেরও বেশি শিক্ষার্থীর জন্ম ১৯৮০ থেকে ৯০ এর দশকের মধ্যে। 

 

 

কর্মজীবী মানুষের জন্য প্রাথমিক ভাবে চালু করা হয় এই নাইট কোর্স । এরপর থেকে ধারাবাহিক ভাবে এই কোর্সের পরিধি প্রসারিত হচ্ছে। বর্তমানে তরুণদের জন্য সংস্কৃতি এবং কারুকলার কোর্সও প্রদান করা হচ্ছে। 

সম্প্রতি প্রথমবারের মতো চালু করা হয়েছে একটি হ্যান্ডপ্যান কোর্স । কোর্সটি এতটাই জনপ্রিয় হয় যে,  রেজিস্ট্রেশন ওপেনিংয়ের মাত্র দুই মিনিটের মধ্যেই সমস্ত আসন পূর্ণ হয়ে যায়।

 

"নাইট কোর্সের কোর্স ফি স্বাভাবিক কোর্সের চেয়ে অনেক কম । এই কোর্স নিবন্ধনের জন্য এত বেশি লোক অনলাইন ছিল যে, প্রথমে আমি ওয়েবসাইটে লগইনই করতে পারিনি” 

 

শুধুমাত্র কম খরচই একমাত্র কারণ নয়, রাতের কোর্সগুলোর বিশেষ চাহিদাও রয়েছে।

"নাইট স্কুল আমাদের এমন কিছু লেসন অফার করে যা অন্য জায়গায় পাওয়া যায় না। এটি আমার জন্য নতুন বন্ধু তৈরি করারও একটি ভাল সুযোগ।  ফোনে খেলা দেখা বা বাড়িতে টিভি দেখার চেয়ে নতুন কিছু শেখাতো দারুন কিছু তাইনা’’

সাংহাই গণ আর্ট সেন্টারে ২০১৬ সালে প্রথম নাইট স্কুল প্রোগ্রাম চালু করা হয়। ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের জন্যই মূলত কোর্স প্রদান করা হয়, যারা সাধারণত দিনে কাজ করেন।

ভবিষ্যতে কোর্সগুলোকে আরও বেশি বৈচিত্র্যময় করে তুলতে বিভিন্ন প্রচেষ্টার কথা জানান, সাংহাই গণ আর্ট সেন্টারের তত্ত্বাবধায়ক উ পেংহং।

 

"আমরা আশা করি আমাদের নাইট স্কুল প্রোগ্রামটি তরুণ এবং মধ্যবয়সী মানুষদের সাংস্কৃতিক ও শিল্প দক্ষতা উন্নত করতে সাহায্য করবে। এটি তাদের জন্য প্রতিভা প্রদর্শনের একটি  ভালো জায়গা। প্রবাসীদের জন্যও ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি এবং হস্তশিল্পের কিছু কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে”।

 

বর্তমানে সাংহাইয়ের  ১৬টি জেলার শতাধিক স্থানে নাইট স্কুল প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে। ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে শুরু করে ফ্যাশন,  মেকআপ এমনকি রান্নাবান্নাও এর অন্তর্ভুক্ত। সংশ্লিষ্ট তথ্যসূত্র থেকে জানা যায়, গত সাত বছরে প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

 

প্রতিবেদক: হোসনে মোবারক সৌরভ

সম্পাদক : রওজায়ে জাবিদা ঐশী

 

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।

 

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: রফিক বিপুল

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী