‘তুমি এই জীবনে আমার নির্ভরতা’
2023-11-08 18:08:17

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং সিয়াও মানের  সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ইয়াং সিয়াও মান, ১৯৮৯ সালের ২ জুলাই চীনের হ্য নান প্রদেশের লুও ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৯ সালে ইয়াং সিয়াও মান পুরুষ কণ্ঠশিল্পী লেং মো-এর সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘তুমি আমার পাশে আছো’ গানটি গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

 

২০১২ সালের ৮ মার্চ, ইয়াং সিয়াও মানের আরেকটি গান ‘আমি তোমাকে ভালোবাসি’ রিলিজ হয়, সেই সঙ্গে তাঁর প্রথম অ্যালবামও প্রকাশিত হয়। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি, ইয়াং সিয়াও মানের আরেকটি অ্যালবাম ‘তুমি কখনোই বোঝো না’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়াং সিয়াও মানের গান ‘তুমি যেভাবে আমাকে ভালোবাসো, আমি তার চেয়েও বেশি তোমাকে ভালোবাসি’। গানের কথাগুলো এমন: দয়া করে বলবে না যে আমার প্রেমে পড়া ভুল ছিল। আমি তোমার প্রতি উদাসীন হতে চাইনি। আমিও তোমাকে দুঃখ দিতে চাই না। হয়তো আমি খুব আত্মকেন্দ্রিক তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি এখন শুধু তোমাকে বলতে চাই, তুমি আমাকে যতটা ভালবাসো তার চেয়েও আমি তোমাকে বেশি ভালবাসি। কিভাবে সুখী হতে হয়? কিভাবে সুখী হতে হয়? জানালার বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার চোখ দিয়ে জল পড়ছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এবারে শুনুন ইয়াং সিয়াও মানের গান ‘তুমি এই জীবনে আমার নির্ভরতা’। গানের কথায় বলা হয়, আমি সবসময় চিন্তা করি, তুমি আমার জন্য কতটা ভালো। কাউকে পাওয়া যাবে না, তাই আমি সবসময় আমার হৃদয়ে রাখি। তুমি আমাকে যে ধন দিয়েছ তা ভাবো, বিনিময়ে কিছু আশা না করে কঠোর পরিশ্রম করো। সুখ সহ্য করতে সময় লাগে। আসো একসাথে জীবনের চাপ গ্রহণ করি। যতদিন তুমি আমার পাশে থাকবে, ততদিন ভালো থাকবে। আমি বিশ্বাস করি, তুমি আমার সমর্থনদাতা।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়াং সিয়াও মানের কণ্ঠে ‘মনের তালা’। গানের কথাগুলো এমন: প্রেম একটি নির্মম তালা। তোমাকে আর আমাকে শক্ত করে বেঁধে রাখে। আমি কখনও ছেড়ে যাইনি এবং তুমি কিংবদন্তি হয়ে ওঠো। বিচ্ছেদ ও পুনর্মিলনের একটি প্রেমের গল্প। সুখের পথে অনেক বাধা আছে। আমার চিন্তাগুলো আকাশগঙ্গা জুড়ে ছড়িয়ে থাকা তারার মতো। আমি বরং স্মৃতির আবর্তে আটকা পড়ে থাকব।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ইয়াং সিয়াও মানের কণ্ঠে ‘ভালোবাসা তারার মত’ গানটি। আশা করি, তা আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং সিয়াও মানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)