এই গ্রীষ্মকালীন ছুটিতে আমি আমার সন্তানকে নিয়ে কুয়াংতুং বিজ্ঞান কেন্দ্রে গিয়েছিলাম। ভিতরে এআই আইস হকি রোবটটি তার দৃষ্টি আকর্ষণ করে। সে দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিল যে, আইস হকি রোবটটি একাধিক মানুষের সাথে কীভাবে খেলছে। রোবটের চমত্কার পারফরমেন্স দেখে সে মুগ্ধ। যাইহোক, খেলা দেখার পর যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল, ছোট মানব খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মনোভাব। তাঁরা বারবার নতুন আক্রমণ রচনা করার চেষ্টা করে; এমনকি রোবটের "দুর্বলতা" খুঁজে বের করার জন্য বেশ কয়েকজনের একটি দল গঠন করে। তারা এতে ভালো ফলাফলও পায়।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ হচ্ছে সত্যিই "রকেট"-এর গতিতে। এই বছরের শুরু থেকে চ্যাটজিপিটি (ChatGPT) যে উন্মাদনা শুরু করেছে, তা আগে বৈজ্ঞানিক কল্পকাহিনী উপন্যাসে থাকতো। এআই-এর বিকাশ এখন মানুষকে ভাবাচ্ছে। ভবিষ্যতের জন্য কেউ কেউ উদ্বিগ্নও বটে।