‘ভাগ্য বলা’
2023-11-07 18:07:36

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছুই জি ক্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ছুই জি ক্য, চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ২০১২ সালের এপ্রিল মাসে তাঁর প্রথম অ্যালবাম ‘স্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ’ প্রকাশিত হয়।

 

২০১২ সালের জুলাই মাসে ছুই জি ক্য-এর প্রেমের গান ‘ভালো পুরুষ কোথায়’ বাজারে আসে। সে বছরের ২০ অক্টোবর তিনি ও কণ্ঠশিল্পী অ্যালিক্সের দ্বৈত কণ্ঠের গান ‘আর যোগাযোগ করি না’ মুক্তি পায়।

 

বন্ধুরা, এখন শুনুন ছুই জি ক্য-এর কণ্ঠে ‘ভাগ্য বলা’ গানটি। গানের কথাগুলো এমন: বাতাসে বালি উড়ে যায়, প্রজাপতি ফুল ভালোবাসে, যুগ যুগ ধরে চলা একটি গল্প। জলে চাঁদের মতো, আয়নায় ফুল দেখে মুগ্ধ। বাঁশের বেড়া, কাঠের পিপা, চাঁদের নিচে খিলান সেতু। কে বাজায় আর গায়? আমি তোমাকে অনেক দূর থেকে মিস করি। সেই গ্রীষ্মের মাঝামাঝি, তুমি তোমার ব্যাগ গুছিয়ে বাড়ি চলে গেলে। প্রাচীন রাস্তার পাশে, আমি কথা বলতে চাই, কিন্তু প্রথমে চোখের জল ফেলি। তোমার জন্য আমার ভালবাসা, ভালবাসা, ভালবাসা--- আমি পৃথিবীর শেষ দেখতে পাচ্ছি না।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছুই জি ক্য-এর কণ্ঠে ‘এই বিশ্বের সবচেয়ে ঠান্ডা জায়গা’। গানের কথায় বলা হয়, আমি সত্যিই আমার হৃদয় নির্দেশ করতে চাই। গর্ব করে বলো, তুমি খেলায় সাজা পেয়েছিল। এটা দুঃখজনক যে আমি শক্তিশালী হওয়ার ভান করতে পারি না। আমিও হাসি দিয়ে ক্ষমা করতে পারি না। বাড়ি যত বড়ই হোক, বিছানা যত বড়ই হোক না কেন। তুমি ছাড়া এটা ঠান্ডা ও জনশূন্য। আশা যত বেশি হবে, হতাশ হলে তত বেশি জেদি হবে। তুমি চলে গেলে আমি কিভাবে শেষ করব? পৃথিবীর শীতলতম স্থান, এটা ঠিক যে আমি আর তোমার হৃদয়ে নেই। তুমিই আমার হৃদয়ে গুলি করেছিল।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছুই জি ক্য-এর কণ্ঠে ‘বিশেষ’ নামের গানটি। গানের কথাগুলো এমন: আমার হৃদয়ে নুড়ি পড়ে। আমার হৃদয়ে ঝড় উঠেছে। তারাগুলো আর মিটমিট করে না। আনন্দ বুদবুদ ছাড়া আর কিছুই নয়। শুধু দূর থেকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। যদি এটি একটি শেকল হয়, এটি অনিবার্য হবে নিয়তি। কেন সব জীব এত অবিচল? আমি চিরদিনের জন্য হারিয়ে যাওয়া একজন পথচারী। অস্বচ্ছতার মধ্য দিয়ে হাঁটা, কেবল স্বচ্ছতা রক্ষা করে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ছুই জি ক্য-এর আরেকটি গান, গানের নাম ‘উষ্ণতা পাওয়া’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছুই জি ক্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)