প্রযুক্তি-নির্ভর উৎপাদনে শক্তিশালী হচ্ছে চীনের গহনা শিল্প
2023-11-06 14:55:11

নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক:  নতুন কৌশল গ্রহণ এবং প্রযুক্তি-নির্ভর উৎপাদন প্রক্রিয়ার ফলে চীনের সোনার গহনা উৎপাদন শিল্প শক্তিশালী হচ্ছে।

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনের শুইবেই অঞ্চল একটি বিখ্যাত জুয়েলারি কেন্দ্র। এ অঞ্চলের সোনার গহনা উৎপাদনের কৌশলগুলো ক্রমাগত উন্নত ও যুগোপযোগী করা হচ্ছে। শুইবেইয়ের সোনার প্রক্রিয়াকরণ কারখানাগুলো নিজেরাও উদ্যোগী হয়ে বিভিন্ন আধুনি প্রযুক্তি-ভিত্তিক সরঞ্জাম অন্তর্ভুক্ত করেছে এবং বাজারের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখে ডিজিটাল বিষয়গুলোও যুক্ত করছে।

বিশেষ করে, কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল বা সিএনসি মেশিন ব্যবহার করে একটি সাধারণ সোনার উপর হীরার মতো একটি ভিজুয়াল ইফেক্ট বা নকশা তৈরি করছে।

শেনচেন শিংকুয়াংতা জুয়েলারি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের উৎপাদন কেন্দ্রের প্রধান সিয়াও চিংমিং বলেন, “হীরের আকৃতির স্বর্ণ মানুষকে নতুন এক অনুভূতি প্রদান করে। এটি ব্যতিক্রম। আমার পেছনের এই সিএনসি মেশিনের মাধ্যমে এমনটা তৈরি করা হয়। এটি অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করে। কেননা একটি ছোট সোনার পৃষ্ঠে ১০০টিরও বেশি কাটিং ফেসেট খোদাই করতে হয়।”

বর্তমানে বিভিন্ন প্রযুক্তি-ভিত্তিক উৎপাদন প্রক্রিয়া ঐতিহ্যবাহী উৎপাদন প্রক্রিয়াগুলোকেও শক্তিশালী করছে।

স্বর্ণের একজোড়া গোল্ডেন ম্যান্ডারিন হাঁসের ডিজাইন করতে থ্রিডি প্রিন্টিং এবং হাতে-খোদাই এই দুটো পদ্ধতির সমন্বয় করে তৈরি করছে শেনচেন ফেংহুই জুয়েলারি কোম্পানি লিমিটেড। উভয় পদ্ধতির এ সংমিশ্রণ, উৎপাদন সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। ফলে একজন ব্যক্তি দিনে অন্তত দুই থেকে তিন জোড়া আইটেম তৈরি করতে পারছেন, যা পূর্বের শুধুমাত্র কায়িক শ্রম-নির্ভর হাতে তৈরি উৎপাদন পদ্ধতির তুলনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন।

ফার্মের চেয়ারম্যান ইয়ে সিয়াংচৌ বলেন, “এই কারুশিল্পটি আগে পুরোপুরি হাতে তৈরি উৎপাদন-নির্ভর ছিল। প্রাচীন চীনা স্বর্ণকাররা ঐতিহ্যবাহী বিভিন্ন কৌশল ব্যবহার করে উৎপাদন করতেন। ফলে উৎপাদন প্রক্রিয়া ছিল অপেক্ষাকৃত সময় সাপেক্ষ। যাইহোক, এখন আমরা প্রযুক্তি নির্ভর ইন্টেলিজেন্ট মেশিন ব্যবহার করে ব্যাপকহারে নির্ভুলভাবে উৎপাদন করছি। বর্তমানে আমরা যে কোনও ডিজাইনের প্রায় ২ হাজার ব্রেসলেট একদিনে তৈরি করতে পারি।”

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের তথ্যানুসারে, ২০২৩ সালের প্রথম নয় মাসে দেশটিতে ৮৩৫ দশমিক শূন্য ৭ টন সোনার ব্যবহার হয়। এর মধ্যে ৫৫২ দশমিক শূন্য ৪ টন ছিল স্বর্ণের গহনা ।

 

শুভ/শান্তা