‘কালো ডানা’
2023-11-01 11:28:39

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী হ্য রুন তুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

হ্য রুন তুং, ১৯৭৫ সালের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীত মহলের একজন বিখ্যাত পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতাও বটে। ১৯৯৪ সালে তিনি নিজের প্রথম চলচ্চিত্র ‘লিয়াংচু’তে অভিনয় করেছেন।

১৯৯৮ সালে হ্য রুন তুং-এর প্রথম অ্যালবাম ‘স্বপ্নের সূচনা’ প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে শিল্পী হিসেবে সংগীত মহলে যোগ দেন। সে বছর তাঁর আরেকটি অ্যালবাম ‘তোমার আমার ভালোবাসা’ বাজারে আসে।

বন্ধুরা, এখন শুনুন হ্য রুন তুং-এর কণ্ঠে ‘কালো ডানা’। গানের কথাগুলো এমন: আমার কাঁধে শক্তি নেই। তোমার ভবনের  সুন্দর মায়া সমর্থন করা যায় না। তুমি ঘুরে ফিরে ভুলতে পারবে না। আমি তোমার স্বপ্নভূমির রাজা হবো না। শুধু নিজেকে আবার বড় করব। প্রেমের অনুভূতি বাতাসের সাথে মুক্তি পায়। আমাদের ট্রিপ এখনও আসেনি। তোমার কালো ডানা আছে। আমার স্বর্গে উড়তে পারে না। তোমার কালো ডানা দূরে রাখো।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এবারে শুনুন হ্য রুন তুং-এর গান ‘স্বপ্নের সূচনা’। গানের কথায় বলা হয়, স্বপ্নগুলো আলোড়িত করছে। হৃদয় দূরত্বের দিকে। শুরুর লাইনে বিভ্রান্ত হওয়ার সময় নেই। আমার উষ্ণতম আকাঙ্ক্ষার জন্য গর্বিত যাত্রা করি। খরচ যাই হোক না কেন। একাকী হবেন না। স্বপ্ন সামলেছেন। তোমার ডানা ছড়িয়ে দিও এবং সব বাতাস ও তরঙ্গ ঢেকে যাক। আকাশের ওপারে উড়ে যাও। ঘামের পিছনে রোদের আলো। আমি কাউকে ভয় পাই না। যতক্ষণ তুমি পাশ দিয়ে যাবে, তুমি অবশ্যই পৌঁছে যাবে স্বপ্নের দিকে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন হ্য রুন তুং-এর গান ‘আমি জানি’। গানের কথাগুলো এমন: আমি জানি, আমার কিছু ত্রুটি আছে যা তুমি চাও না। আমিও মাঝে মাঝে কষ্ট পাই। যখনই তুমি আমার দিকে হাসতে অস্বীকার কর। মেয়ে, ছেলেরা কিছুটা অভিমানী। দুঃখিত বলার জন্য আমার কণ্ঠস্বর খুব নরম। কিন্তু আমার অন্তরে আন্তরিকতা খুবই নির্ভরযোগ্য।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো হ্য রুন তুং-এর গান ‘দুঃখের সঙ্গে আনন্দ’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হ্য রুন তুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)