ছুই সিয়াওবিং
2023-10-31 15:29:28

ছুই সিয়াওবিং ১৯৯৩ সালের ২৮ সেপ্টেম্বরে চীনের চিয়াংসু প্রদেশের ছাংচৌ শহরে জন্মগ্রহণ করেন। ছুই সিয়াওবিং হলেন চীনের মূল-ভূখণ্ডের একজন নারী কণ্ঠশিল্পী। ২০১৬ সালে তিনি ‘পরে’ গানটি কভার সংস্করণ করার মধ্য দিয়ে ছোট ভিডিও ও সঙ্গীতের নতুন ক্ষেত্রে প্রবেশ করেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছুই সিয়াওবিংয়ের কণ্ঠে ‘সাহায্য’ শীর্ষক গানটি। ২০১৭ সালের ৭ মার্চ তিনি তাঁর একক গান ‘স্বীকারোক্তির দিন’ প্রকাশ করেন। গানটি একই নামের একটি অ্যালবামেও অন্তর্ভূক্ত করা হয়। গানটির কথা তাঁর নিজের লেখা। খুব মিষ্টি একটি গান এটি। 

 

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছুই সিয়াওবিংয়ের কণ্ঠে ‘স্বীকারোক্তির দিন’ শীর্ষক গানটি। এখন আমি আপনাদেরকে তাঁর কণ্ঠে ‘আমার জেনারেল’ শীর্ষক গান শোনাবো। গানটির সুর মৃদু সঙ্গীত ‘ওয়াচ দ্য প্যাসিফিক’ থেকে নেওয়া। গানটি বান ইয়াংয়ের ২০১৮ সালের ২৭ এপ্রিলে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভূক্ত করা হয়। পরে বান ইয়াং এবং ছুই সিয়োবিং একসাথে গানটি আবার গান। ব

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছুই সিয়াওবিংয়ের কণ্ঠে ‘আমার জেনারেল’ শীর্ষক গানটি। এখন আমি আপনাদের শোনাব তাঁর কণ্ঠে ‘ভোর হওয়ার আগে বিদায় নিচ্ছি’ শীর্ষক গানটি। এ গানটি ছিল পুরুষ কণ্ঠশিল্পী হ্য ইয়ে’র একক গান। কিন্তু আজ আমি ছুই সিয়াওবিংয়ের কণ্ঠে গানটি আপনাদের শোনাতে চাই। 

 

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছুই সিয়াওবিংয়ের কণ্ঠে ‘ভোর হওয়ার আগে বিদায় নিচ্ছি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে শোনাব তাঁর কণ্ঠে ‘গ্লেজ’ শীর্ষক গানটি। গানের কথায় বলা হয়েছে: “ভালোবাসা গ্লেজের মতো, তোমার চোখের জল জড়ো করে। দেখতে যত বেশি সুন্দর, হৃদয় তত সহজে ভেঙে যায়। চাঁদ মাত্র উঠেছে। আমার হৃদয় তোমার থেকে দূরে চলে গেছে। ফেরার পথ খুব দীর্ঘ। পাখি জোড়ায় জোড়ায় জন্মায়, তাহলে কেন বিরক্ত? ভালোবাসা হলো দিনরাত একসাথে থাকা। এটা তোমার কোমলতা। ভালোবাসা হলো আবার বছরের পর বছর অপেক্ষা। তোমাকে ফিরে দেখার জন্য অপেক্ষা। 

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছুই সিয়াওবিংয়ের কণ্ঠে ‘গ্লেজ’ শীর্ষক গানটি। এখন শুনুন তাঁর কণ্ঠে ‘কত শতাংশ’ শীর্ষক গানটি।  এটি ছিল তাঁর ২০১৯ সালের ২৭ জুনে প্রকাশিত একটি একক গান। 

 

কেমন লেগেছে গানগুলো? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে ছুই সিয়াওবিংয়ের ‘পিপাসিং’ শীর্ষক গানটি শোনাব। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। 

 (প্রেমা/রহমান)