‘সারা জীবন তোমায় ভালোবাসি’
2023-10-31 11:32:27

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং মিং ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ওয়াং মিং ছুয়ান, ১৯৪৭ সালের ২৮ অগাস্ট চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একজন নারী কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রী ও উপস্থাপিকাও বটে। ১৯৬৬ সালে তিনি লি দি টেলিভিশনে যোগ দেন।

 

১৯৮৮ সালে ওয়াং মিং ছুয়ান চীনের সপ্তম জাতীয় কংগ্রেসের হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রতিনিধি হন। ১৯৯৬ সালে ওয়াং মিং ছুয়ান চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রস্তুতি কমিশনের সদস্য হয়েছেন।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং মিং ছুয়ানের কণ্ঠে ‘সারা জীবন তোমায় ভালোবাসি’। গানের কথাগুলো এমন: আমি তোমাকে চিরকাল ভালবাসব এবং আমরা কখনই তোমার ও আমার মধ্যে পার্থক্য করব না। চুল সাদা হওয়া পর্যন্ত থাকব, যদি দুটি হৃদয় একসাথে সীলমোহর করে- তবে তারা এক হয়ে যাবে। আমি তোমার হৃদয়ে ভালবাসার তালা চাই, আমি চাই তোমার হৃদয় চিরকাল আমার থাকুক। দুটি হৃদয় এক হয়ে যাক। পাথর পচে যেতে পারে এবং সমুদ্র শুকিয়ে যেতে পারে। কিন্তু, ভালবাসা অটুট থাকবে। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না এমন চুক্তির প্রতিশ্রুতি আমার মুগ্ধ হৃদয়কে যন্ত্রণা দেয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং মিং ছুয়ানের গান ‘হিমায়িত কফি’। গানের কথায় বলা হয়, চলো, আবার চুমু খাই। দুটি হৃদয় একসাথে প্রেমের স্ফুলিঙ্গ বিস্ফোরিত হোক মধ্যরাত্রি হেলেছে। আজ রাতে প্রেম তোমাকে আলিঙ্গন করুক। তুমি আমাকে যে ভালবাসা দিয়েছো সে জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হিমায়িত কফির সুবাস শেখানো। হাত ধরে দূরে হাঁটুক। ভালোবাসার স্ফুলিঙ্গ উজ্জ্বল হয়ে উঠুক। প্রেম আজ রাতে সাজুক। আমাকে অনুপ্রাণিত করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হিমায়িত গরম কফি, মাতাল ও মুগ্ধ রাত।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং মিং ছুয়ানের গান ‘শান্তির জন্য গান’। গানের কথাগুলো এমন: ঘুঘু পাখি আকাশে উড়ে যায়, এবং বাতাস তাদের শান্তির জন্য বীজ বপন করতে গান পাঠায়। ঘুঘু মনের মধ্যে যোগাযোগ করে, ভালবাসা ও চিন্তা ছড়িয়ে দেয়, বাতাস স্বাধীনতা বহন করে, ঘুঘু সুখ প্রচার করে এবং যুদ্ধ ও ঘৃণা দূরে সরিয়ে দেয়। শান্তি, সম্প্রীতি, বন্ধুত্ব, শ্রদ্ধা এবং আত্মমর্যাদার বছরে ভালবাসা এবং ক্ষমা ছড়িয়ে দিন। আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ওয়াং মিং ছুয়ানের আরেকটি গান, গানের নাম ‘শুভেচ্ছা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং মিং ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)