‘বেল্প অ্যান্ড রোড’-এ পাপুয়া নিউ গিনির যুবকের টেবিল টেনিস গল্প “
2023-10-30 10:31:09

দীর্ঘ চীন-পাপুয়া নিউ গিনি বন্ধুত্বের জন্য শুভ কামনা জানাই।” সম্প্রতি তৃতীয় ‘বেল্প অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামের একটি বিশেষ ফোরামে পাপুয়া নিউ গিনির যুবক জেফরি রায় চীনা ভাষায় তাঁর উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেন।

“আমি এই সুযোগে প্রেসিডেন্ট সি চিনপিংকে ধন্যবাদ জানাতে চাই।” পাপুয়া নিউ গিনির জাতীয় টেবিল টেনিস দলের জার্সি পরা রায় আন্তরিকভাবে কথাগুলো বলেন।

২০১৮ সালের ১৬ নভেম্বরে পাপুয়া নিউ গিনিতে রাষ্ট্রীয় সফর করার সময় প্রেসিডেন্ট সি চীনের সাহায্য নির্মিত বুটুকা একাডেমির নামফলক উন্মোচন করেন। তিনি চীনা অলিম্পিক চ্যাম্পিয়ন জাং ইনিং এবং পাপুয়া নিউ গিনিতে তাঁর শিক্ষার্থী রায়ের অনুশীলনও দেখেন।

রায় জানান, ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতার কারণে গত কয়েক বছর বেশ কয়েকবার শাংহাই ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের চীনা টেবিল টেনিস একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। চীনে প্রশিক্ষণের মাধ্যমে ২০১৯ সালের জুলাই মাসে তিনি ও তাঁর দলের সদস্য ১৬তম প্যাসিফিক গেমসে পুরুষদের ডাবলসে রৌপ্যপদক জিতে দেশটির জন্য টেবিল টেনিস ইতিহাসের শ্রেষ্ঠ ফল অর্জন করেন।

প্রতিযোগিতার পর তিনি চীনের প্রেসিডেন্ট সি’কে চিঠি লিখে তার টেবিল টেনিস ক্যারিয়ারের উন্নয়নে সমর্থন দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অল্প সময়ের মধ্যে তিনি প্রেসিডেন্ট সি’র জবাবও পান। প্রেসিডেন্ট সি চীন-পাপুয়া নিউ গিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীরতর করার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে দু’দেশের যুবকদের উত্সাহ দিয়েছেন – সেটা উপলব্ধি করে তিনি খুব আবেগআপ্লুত হয়ে ওঠেন।

এবারের শীর্ষ ফোরামে অংশ নেওয়ার পর রায় আবার শাংহাইয়ে যাবেন প্রশিক্ষণের জন্য। তিনি নভেম্বরে অনুষ্ঠিত ১৭তম প্যাসিফিক গেমসে ভাল ফলাফল অর্জন করার জন্য চেষ্টা চালাবেন।

রায় জানান, চীনা প্রশিক্ষণ কেন্দ্রে যথেষ্ট টেবিল আছে এবং সেখানকার সরঞ্জামগুলো অগ্রণী মানের। এছাড়া চীনা শিক্ষকদের প্রযুক্তিজ্ঞান উঁচু এবং তাঁরা শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী পাঠদান করেন।

রায়ের মতে, যদিও পাপুয়া নিউ গিনি খুব বড় দেশ নয়, কিন্তু জনগণের অগ্রগতি অন্বেষণের স্বপ্ন আছে। চীনের সঙ্গে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ সমঝোতা ও সহযোগিতামূলক পরিকল্পনা স্বাক্ষরকারী প্রথম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র হিসেবে পাপুয়া নিউ গিনি ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বেশ কিছু উন্নয়ন সাফল্য অর্জন করেছে এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ভুমিকা পালন করেছে।

ক্রীড়া ভাষা ও সংস্কৃতির পার্থক্য অতিক্রম করতে পারে এবং এটি আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি নমুনা হিসেবে প্রতিষ্ঠার দশ-বার বছরে শাংহাই ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের চীনা টেবিল টেনিস একাডেমি প্রতি বছর যেসব প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে তাদের সংখ্যা দুশ’র বেশি। এছাড়া একাডেমিতে ইউরোপ শাখা ইনস্টিটিউট, পাপুয়া নিউ গিনি প্রশিক্ষণ কেন্দ্র, ক্রোয়েশিয়া প্রশিক্ষণ ভিত্তি ইত্যাদি স্থাপনের মাধ্যমে ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতা টেবিল টেনিস মৈত্রীর সেতু প্রতিষ্ঠা করা হয়েছে।

রায় বলেন, পাপুয়া নিউ গিনির আরও বেশি জনগণ চীনা সংস্কৃতি ও ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার ব্যাপারে আগ্রহী। আমিও চীনা ভাষা শিখছি। পাপুয়া নিউ গিনি ও চীনা জনগণের মধ্যে বিনিময়ের জন্য আরও বেশি অবদান রাখার চেষ্টা চালাচ্ছি। (প্রেমা/রহমান)