চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক সহযোগিতার নতুন দুয়ার খুলছে বিআরআই
2023-10-30 10:29:52

“এবার আমি তৃতীয় বারের মতো ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামে অংশ নিচ্ছি। দশ বছরে আরও বেশি আফ্রিকান দেশ যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণে অংশ নিয়ে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতামূলক ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছে।” কথাগুলো বলছিলেন ক্যামেরুন থেকে আসা মধ্য আফ্রিকান যুব ফেডারেশনের সহপ্রতিষ্ঠাতা মেন্দু।

চলতি বছর চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। পাশাপাশি ব্যবহারিক ফলাফল, সখ্য, সরলবিশ্বাস ও আন্তরিকতার নীতি উত্থাপনের দশম বার্ষিকী। যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ উত্থাপনের দশ বছরে আফ্রিকান দেশগুলোর ইতিবাচক সমর্থন ও অংশগ্রহণ অর্জন করে।

শীর্ষ ফোরাম চলাকালে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড’ শিল্পপতি সম্মেলনে দক্ষিণ আফ্রিকার একটি হালকা ধাতু শিল্প প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ডোনোভান অ্যান্টনি বলেন, “আমরা চীনের কাছ থেকে প্রযুক্তি ও দক্ষতা অর্জন করি। ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোর অবকাঠামো উন্নয়ন বেগবান করছে এবং আমাদের জন্য বাস্তব কল্যাণ বয়ে আনছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক ইনস্টিটিউট-প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চীন আফ্রিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীনের সঙ্গে সহযোগিতা গভীরতর করা আফ্রিকান মহাদেশের বাণিজ্যিক কাঠামো পরিবর্তনে সহায়ক হবে।

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা থেকে চীনের আমদানীকৃত কৃষিপণ্যের পরিমাণ বেড়ে চলেছে এবং দেশটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য গন্তব্যে পরিণত হয়েছে।

যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ উদ্যোগে চীন ইতিবাচকভাবে আফ্রিকান কৃষিপণ্য, যেমন টাটকা ফল, দক্ষিণ আফ্রিকার লাল মদ, সেনেগালের চীনাবাদাম ও ইথিওপিয়ার কফি..., চীনে পাঠানোর ‘সবুজ চ্যানেল’ প্রতিষ্ঠা করেছে। আফ্রিকার আরও বেশি বৈশিষ্ট্যময় পণ্য চীনা বাজারে বিক্রি হচ্ছে।

চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে এবং বাণিজ্যের পরিমাণ স্থিতিশীলভাবে বাড়ছে। চীন সরকারের আফ্রিকান বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ ইউসি বলেন, যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণের প্রতি আফ্রিকার সমর্থন সবচেয়ে ইতিবাচক ও দৃঢ় দিকগুলোর অন্যতম। দু’পক্ষের অভিন্ন প্রচেষ্টায় চীন-আফ্রিকা সহযোগিতা বেড়েছে এবং ২০২২ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২৮২ বিলিয়ন মার্কিন ডলারের নতুন উচ্চতায় পৌঁছেছে। চীন-আফ্রিকা পারস্পরিক কল্যাণের সহযোগিতা উত্সাহব্যঞ্জকভাবে বিস্তৃত হচ্ছে এবং নতুন প্রাণশক্তি দেখাচ্ছে।

উগান্ডার ‘নিউ ভিশন’ ওয়েবসাইটে বলা হয়েছে, অন্যান্য অঞ্চলের চেয়ে আফ্রিকান দেশগুলোতে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। স্থানীয় অবকাঠামোর উন্নয়ন বেগবান করতে চীন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। চীনের মতে, বহু দেশ নিয়ে গঠিত বিশ্বে দৃষ্টিভঙ্গিও হাজার হাজার। বিভিন্ন দেশের নিজেদের রীতিনীতি এবং অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা আছে। চীন বিশ্বের কাছে উন্মুক্ত হলে, বাণিজ্যও আসবে সঙ্গে সঙ্গে। প্রাচীন সিল্ক রোড থেকে শুরু করে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ পর্যন্ত সবখানে এর প্রতিফলন ঘটেছে।

বেইজিং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কৌশল গবেষণালয়ের প্রধান ইয়ু থিয়েচুন মনে করেন, চীন ও আফ্রিকা বাস্তব সহযোগিতার মাধ্যমে মানুষে-মানুষ ও হৃদয়ে-হৃদয়ে দূরত্ব দূর করেছে এবং এর মধ্য দিয়ে তাদের জন্য বাস্তব লাভের পরিস্থিতি সৃষ্টি করেছে। এটা পাশাপাশি যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ উদ্যোগের বলিষ্ঠতা, মাত্রা ও সুফলই প্রমাণ করে। (প্রেমা/রহমান)