ট্রেনটি মেঘের ওপারে যায়, স্বপ্নটি আকাশে থাকে
2023-10-30 10:24:04

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের একটি রক ব্যান্ডের পরিচয় দিবো। ব্যান্ডটির নাম হেজহগ। ব্যান্ডটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যান্ডটির একজন সদস্য ছোটখাটো মেয়ে শি লু, যিনি ব্যান্ডটির ড্রামার। একজন হালকা-পাতলা ছেলে হ্য ই ফান হলেন ব্যান্ডটির গিটারবাদক ও প্রধান গায়ক। অন্য একটি লম্বা ছেলে চাও জি চিয়ান হলেন ব্যান্ডটির বেসিস্ট। প্রথমে শোনাবো ব্যান্ডটির গান ‘ট্রেনটি মেঘের ওপারে যায়, স্বপ্নটি আকাশে থাকে’। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। চাও জি জিয়ান গানটির সুর রচনা করেছেন ও কথা লিখেছেন। গানটি তাঁদের অষ্টম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন রক ব্যান্ড হেজহগের ‘ট্রেনটি মেঘের ওপারে যায়, স্বপ্নটি আকাশে থাকে’ শীর্ষক গান। ব্যান্ডটি খুবই মজার। সদস্যদের প্রত্যেকের নিজ নিজ বৈশিষ্ট্য রয়েছে। বেসিস্ট চাও জি জিয়ান বিশেষ করে মেধাবী। সুর রচনা ও গানের কথা লেখার ক্ষেত্রে তাঁর দক্ষতা বেশি। তিনি দেখতে সুদর্শন ও লম্বা, তবে তিনি বিদ্রোহী ও সাজতে পছন্দ করেন না। গান পরিবেশনার সময় যখনই আবেগপ্রবণ হন, তখন তিনি হিস্টিরিয়া রোগীর মতো আচরণ করেন এবং কখনও কখনও গিটার ভেঙ্গে ফেলেন। কিন্তু তিনি তাঁর শ্রোতাদের মধ্যে খুবই জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির গান ‘জীবনে কন্ঠের প্রত্যাশা’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। গানটি চাও জি জিয়ানের লেখা। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন রক ব্যান্ড হেজহগ’র ‘জীবনে কন্ঠের প্রত্যাশা’ শীর্ষক গান। ২০০৩ সালে ব্যান্ডটি বেইজিং মিউজিক রেডিও আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতা ও রেনমিন বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সংগীত অনুষ্ঠানে অংশ নিয়ে বেইজিংয়ে জনপ্রিয় হয়ে ওঠে। ২০০৪ সালের জুলাই মাসে ব্যান্ডটি চীনের সবচেয়ে জনপ্রিয় রক ম্যাগাজিন ‘সো রক’-এ প্রথম গান প্রকাশ করে। একই বছরের সেপ্টেম্বরে ব্যান্ডটির নাম ‘হেজহগ’ নির্ধারিত হয়। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘এই জীবনে ভালোবাসার কিছু নেই, শুধু সঙ্গীতই আমাকে খুশি করতে পারে’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড হেজহগের গান ‘এই জীবনে ভালোবাসার কিছু নেই, শুধু সঙ্গীতই আমাকে খুশি করতে পারে’। শি লু হলেন ব্যান্ডটির ড্রামার। চীনে তিনি শীর্ষ নারী ড্রামার বলে পরিচিত। তিনি মঞ্চে পরিবেশনার সময় খুবই চটপটে ভাব নিয়ে থাকেন। যদিও তিনি ছোটখাটো মানুষ, তবে গরম মেজাজ ও স্ট্রেট ফরোয়ার্ড চরিত্রের। সেজন্য তাঁর চেহারা ও চরিত্রের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘সময়, গ্রীষ্মকাল, প্রেম’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০২০ সালের জুলাই মাসে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড হেজহগ’র ‘সময়, গ্রীষ্মকাল, প্রেম’ শীর্ষক গান। ব্যান্ডটির আরেক মজার সদস্য হলেন হ্য ই ফান। তিনি ১.৯ মিটার লম্বা। তবে তিনি কথা বলেন কম। তিনি  শান্ত স্বভাবের। ২০০৫ সালের নভেম্বরে লিভাইস নামের বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড প্রতিযোগিতায় ব্যান্ডটি ফাইনালে ওঠে।  এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘একবিংশ শতাব্দীতে, যখন আমরা তরুণ’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০২১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)