‘দূরত্ব’
2023-10-30 10:33:00

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সিঙ্গাপুরে চীনা প্রবাসী স্যু মেই জিংয়ের কন্ঠে ‘দূরত্ব’ শীর্ষক গান। অনেকে স্যু মেই জিংয়ের গান পছন্দ করেন, কারণ তার গান তাদের সান্ত্বনা দেয়। যে গান আমরা এখন শুনব তার নাম 'পো চাই মেই সাও', যার অর্থ 'অত্যন্ত জরুরি'। গানে বলা হয়েছে: আমাদের উচিত অতীতের দুঃখের কথা দ্রুত ভুলে যাওয়া এবং সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করা।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সিঙ্গাপুরে চীনা প্রবাসী স্যু মেই জিংয়ের কন্ঠে ‘অত্যন্ত জরুরি’ শীর্ষক গান। অনেক বছর ধরেই স্যু মেই জিং আমাদের দৃষ্টির আড়ালে রয়েছেন। হয়ত তিনি অন্যরকমের শান্তি ও সুখ খুঁজছেন। তার একজন অনুরাগী হিসেবে আমি তার কল্যাণ কামনা করি। এ ছাড়া আমার আর কীইবা করার আছে? তার একটি গানে এমন একটি কথা আছে: ‘জীবন এতো ছোট যে, চিন্তা করার সময় নেই। কাউকে ভালোবাসলে শুধুই ভালোবাসুন, স্বপ্ন দেখলে তা পূরণ করুন।’ আমিও এ দর্শনে বিশ্বাস করি। এখন আমরা গান শুনবো, কেমন? আশা করছি আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যু মেই জিংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন শোনাবো নারী কন্ঠশিল্পী সুন শেং সি’র কন্ঠে 'পালিয়ে যাবো' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: কার জন্য চেষ্টা করি? স্বপ্নকে অনুসরণ করার চেষ্টা করি? ভালোবাসা বোঝার মতো। সেই আমি, আমার ভয় লাগে যে, আমাদের ক্ষমতা নেই। তুমি পালিয়ে গেছো এবং কখনও ফিরে আসবে না। Come away come away with me, No more tears no more fears with me, Come away with me।  চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সুন শেং সি’র কন্ঠে 'পালিয়ে যাবো' শীর্ষক গান। বন্ধুরা, আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে ব্যান্ড হেজহগ’র পরিচয় দিয়েছি। আজকের অনুষ্ঠানে তাঁদের আরেকটি গান শোনাবো। ২০০৬ সালে ব্যান্ডটি প্রথম অ্যালবাম প্রকাশ করে। ২০০৯ সালের সেপ্টেম্বরে ব্যান্ডটি যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে ২২টি ট্যুর কনসার্ট আয়োজন করে। ২০১১ সালে ব্যান্ডটি চীনে ট্যুর কনসার্ট আয়োজন করে। ২০১৯ সালে ব্যান্ডটি এশিয়ায় নতুন সংগীতের নামতালিকায় শীর্ষ স্থানে ছিল। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘উষ্ণ বসন্তের অপেক্ষায়’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড হেজহগ’র‘ উষ্ণ বসন্তের অপেক্ষায়’ শীর্ষক গান। পরের গানের নাম 'তোমাকে ভালোবাসতে চাই'; গেয়েছেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাং সিন চে। গানের কথা মোটামুটি এমন: কোলাহলপূর্ণ শহরে বাতাসও স্বাধীনতা পায়/ সরগরম রাস্তায় শুধু আমি একাকী/ ভালোবাসার কারণে আমি আরও বেশি অর্জন করতে চাই/ তুমি এতো বেশি আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে ত্যাগ করবে?/ আমি তোমাকে ভালোবাসতে চাই....

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)