পৃথিবীর শীর্ষ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট এভারেস্ট’
2023-10-27 18:03:29


 

 এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও তিব্বতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর তিব্বত সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা তিব্বত নিয়ে কথা বলব।

 

মাউন্ট এভারেস্টের সাধারণ উচ্চতা ৮৮৪৪.৪৩ মিটার। তবে, তুষারাবৃত অবস্থায় এর উচ্চতা দাঁড়ায় ৮৮৪৮.৮৬ মিটার। এটি হিমালয় পর্বতমালার শীর্ষ ও প্রধান শৃঙ্গ। আসলে এটি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি গণপ্রজাতন্ত্রী চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত। এর উত্তর অংশ চীনের ছিংহাই-তিব্বত মালভূমির ভেতরে রয়েছে এবং দক্ষিণ অংশ নেপালে পড়েছে।

 

প্রায় ৬৫০০ কোটি বছর আগে, ভারতীয় উপমহাদেশ ইউরেশিয়ার দিকে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত ইউরেশিয়ার সাথে এর সংঘর্ষ হয়। আর এর ফলেই সৃষ্টি হয় হিমালয় পর্বতমালার। ইউরেশিয়ান এবং ভারতীয় প্লেটের সংঘর্ষের কারণে হিমালয়ের উচ্চতা প্রবলভাবে বেড়েছে বলে ধারণা করেন বিজ্ঞানীরা। তাদের অনুমান অনুসারে, প্রতি ১০ হাজার বছরে গড়ে এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে ২০ থেকে ৩০ মিটার করে। আজ পর্যন্ত সেই ধারা অব্যাহত আছে। অবশ্য, এখন প্রতি ১০০ বছরে এভারেস্টের উচ্চতা বাড়ছে ৭ সেন্টিমিটার করে।

 

মাউন্ট এভারেস্ট হিমালয়ের মাঝের অংশে অবস্থিত। দক্ষিণ ঢালের উচ্চতা ৬১০০ মিটার। তিনটি খাড়া দেয়াল (উত্তর প্রাচীর, পূর্ব প্রাচীর এবং দক্ষিণ-পশ্চিম প্রাচীর) উত্তর-পূর্ব শৃঙ্গ, দক্ষিণ-পূর্ব পর্বত এবং পশ্চিম পর্বত শৈলশিরার মধ্যে স্যান্ডউইচ অবস্থায় আছে। এই শৈলশিরা এবং পাহাড়ের মধ্যে ৫৪৮টি মহাদেশীয় হিমবাহ রয়েছে, যার মোট আয়তন ১৪৫৭.০৭ বর্গকিলোমিটার। এর গড় প্রস্থ ৭২৬০ মিটার।

 

মাউন্ট এভারেস্টের উত্তর ও দক্ষিণ ঢালগুলো ৭৫০০ মিটার নীচে বরফ এবং তুষারে পূর্ণ, যখন উত্তর এবং দক্ষিণ-পশ্চিম ঢালগুলো ৭৫০০ মিটার উপরে নুড়িতে পূর্ণ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৫০০ মিটার উচ্চতায়, সবচেয়ে ঠান্ডা মাস ফেব্রুয়ারির গড় তাপমাত্রা শূন্যের নিচে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতম মাস হল আগস্ট, তখন গড় তাপমাত্রা শূন্যের নিচে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস থাকে। বার্ষিক গড় তাপমাত্রা হল শূন্যের নিচে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

 

১৯ শতাব্দীর শুরুর দিকে, মাউন্ট এভারেস্ট বিশ্বের পর্বতারোহী ও বিজ্ঞানীদের আকর্ষণ করতে থাকে। ১৯৫৩ সাল পর্যন্ত যা ছিল না। সে বছর নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও তেনজিং শেরপা প্রথম এভারেস্টের শৃঙ্গে আরোহণ করতে সক্ষম হন। ১৯৯৮ সালের শেষ নাগাদ পর্যন্ত, সারা বিশ্বের ১০৫৪ জন পর্বতারোহী এভারেস্টের শীর্ষে পৌঁছানোর সম্মান অর্জন করেন। তাঁরা ১১টি পর্বত আরোহণের পথ আবিষ্কার ও তৈরি করেন।

 

পৌরাণিক কাহিনী ও কিংবদন্তী অনুসারে, মাউন্ট এভারেস্ট হল সেই প্রাসাদ যেখানে পাঁচ বছর বয়সী এক দেবী বাস করেন। তিব্বতি ভাষায় মাউন্ট এভারেষ্টের যে নাম তার অর্থ ‘পৃথিবীর মা’। ১৮৫৮ সালের গোড়ার দিকে, ভারতীয় জরিপ কর্মকর্তা ও হিমালয় পরিমাপের দায়িত্বে থাকা প্রাক্তন পরিচালক জর্জ এভারেস্টের নামানুসারে এই চূড়াটির নামকরণ করা হয়। এ নামেই বিশ্বে এটি অধিক পরিচিতি পায়। তবে, নেপালিরা তারপর একে ‘সাগরমাথা’ নামে ডাকে। এর মানে ‘আকাশের ঈশ্বর’।

 

মাউন্ট এভারেস্ট শুধু মহিমান্বিত নয়, এর রয়েছে খাড়া ভূখণ্ড ও জটিল পরিবেশ। পুরো পর্বতটি একটি দৈত্যাকার পিরামিডের আকারের, যার গোটা শরীর সাদা বরফ বা তুষারে ঢাকা। মাউন্ট এভারেস্টের শৈলশিরা এবং ক্লিফগুলির মধ্যে বিভিন্ন ধরণের হিমবাহ আছে। একেকটি শিখরে ৬০০টিরও বেশি হিমবাহ রয়েছে, যা ১৬০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দীর্ঘতম হিমবাহটি ২৬ কিলোমিটার দীর্ঘ। আরও আশ্চর্যের বিষয় হল হিমবাহের উপর বিভিন্ন ধরনের অদ্ভুত ও বিরল বরফের টাওয়ার রয়েছে। সূর্যের আলো সেগুলোতে প্রতিফলিত হয়ে দারুণ সুন্দর দৃশ্যের অবতারণা হয়।

 

মাউন্ট এভারেস্টের চারপাশে ২০ কিলোমিটারের মধ্যে, ৮০০০ মিটার বা তারচেয়ে বেশি উচ্চতার পাঁচটি চূড়া রয়েছে এবং ৬০০০ থেকে ৭০০০ মিটারের মধ্যে অনেকগুলো চূড়া রয়েছে।

 

রহস্যময় এবং অনন্য এভারেস্ট সর্বদা বৈজ্ঞানিক গবেষক, অভিযাত্রী এবং পর্বতারোহীদের আকর্ষণ করে চলেছে। ১৯৫৩ সালের ২৯ মে, নিউজিল্যাণ্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি এবং নেপালি গাইড তেনজিং নোরগে দক্ষিণ-পূর্ব রিজ রুট ধরে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেন। চীনা পর্বতারোহীরাও ১৯৬০ সালের ২৫ মে উত্তর ঢাল থেকে মাউন্ট এভারেস্টে আরোহণের সম্মান অর্জন করেন। ২০০৮ সালের ৮ মে, চীনা পর্বতারোহীরা সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় অলিম্পিকের মশাল পৌঁছে দেয়, যা মানব ইতিহাসে প্রথম।

 

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn  আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা:  https://bengali.cri.cn/  সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (উর্মী/আলিম)