‘আমার গর্ব’
2023-10-26 09:39:00

 

আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম রং চু আর। তিনি তার গান শক্তিশালী কণ্ঠ ও বৈচিত্র্যময় শৈলীর গানের জন্য পরিচিত। আত্মপ্রকাশের পর থেকে এখন পর্যন্ত তার অনেক ব্যাপক জনপ্রিয় গান আছে এবং তিনি অনেক সংগীত পুরস্কার অর্জন করেছেন। তিনি চীনা সংগীত মহলে খুব প্রভাবশালী একজন গায়িকা। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন রং চু আরের একটি সুন্দর গান ‘হৃদয়ের বিজ্ঞান’।গান ১

 

রং চু আর ১৯৮০ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি গান গাইতে খুব পছন্দ করেন। ১৫ বছর বয়সে তিনি হংকংয়ের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন, কোনো পেশাদার সংগীত প্রশিক্ষণ না নিলেও তিনি সেই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন। পরে তিনি একটি সংগীত কোম্পানিতে যোগ দেন। ১৯৯৬ সালে রং চু আর তার প্রথম গান প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে তার সংগীত জীবন শুরু করেন। তবে তার সংগীত জীবন সুষ্ঠু নয়। সেই সময় হংকংয়ের জনপ্রিয় গায়িকাদের সাধারণত সুন্দর চেহারা দেখা যেত, তবে রং চু আরের কোম্পানি মনে করে, তিনি বেশ সুন্দর নয়। তাই পরের কয়েক বছর তার গান প্রকাশের সুযোগ ছিল না। ১৯৯৯ সালে সে অবস্থার পরিবর্তন হয়।গান ২

 

১৯৯৯ সালে রং চু আর তার প্রথম অ্যালবাম ‘Joey’ প্রকাশ করেন। এই অ্যালবামের মাধ্যমে তার গান গাওয়ার দক্ষতা মানুষের স্বীকৃতি পায়। তিনি সেই বছরে হংকংয়ের শ্রেষ্ঠ নতুন গায়িকা হয়েছেন। ২০০০ সালে তার দ্বিতীয় অ্যালবাম মুক্তি পায়। এর মধ্যে গান ‘হারাবে না’ হংকংয়ের বার্ষিক সবচেয়ে জনপ্রিয় গান হয়েছে। তিনি আরো বেশি পরিচিতি পেয়েছেন। বন্ধুরা, এখন শুনুন রং চু আরের গান ‘হারাবে না’।গান ৩

 

২০০৩ সালে রং চু আরের নতুন অ্যালবাম ‘আমার গর্ব’ মুক্তি পায়। ক্যান্টোনিজের পাশাপাশি তিনি এসব গানের ম্যান্ডারিন সংস্করণও প্রকাশ করেছেন। অ্যালবামের গান ‘আমার গর্বে’ সরল ও আন্তরিক কথায় মানুষদেরকে বাধা অতিক্রম করতে উত্সাহ দেয়, রং চু আরের শক্তিশালী কণ্ঠে মানুষদেরকে ইতিবাচক শক্তি ও আশা জাগায়, যে গানটি মুক্তির পরই সারা চীনে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই গানের জন্য তিনি অনেক সংগীত পুরস্কার পেয়েছেন এবং গানটি তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়েছে। বন্ধুরা, এখন রং চু আরের এই জনপ্রিয় গান ‘আমার গর্ব’ শুনুন।গান ৪

 

‘আমার গর্ব’ এই গানের মাধ্যমে সারা চীনে জনপ্রিয় হওয়ার পর রং চু আরের সংগীত আরো পরিপক্ব হয়েছে। পরের কয়েক বছর তিনি প্রতি বছর একটি নতুন অ্যালবাম প্রকাশ করেন, আর তার সব অ্যালবাম উচ্চ-মান বজায় রেখেছে। ফলে তিনি টানা ১০ বছর হংকংয়ের সবচেয়ে প্রভাবশালী সংগীত অ্যাওয়ার্ড অর্জন করে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। ২০০৮ সালে রং চু আর বেইজিং অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন। চীনে জনপ্রিয় হওয়ার পাশাপাশি তিনি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ অনেক দেশেও জনপ্রিয় হয়েছে এবং কনসার্ট ট্যুর আয়োজন করেছেন। বন্ধুরা, এখন শুনুন রং চু আরের একটি জনপ্রিয় গান ‘সো শেন চি’।গান ৫

 

বন্ধুরা, এবার ২০০৭ সালে প্রকাশিত একটি জনপ্রিয় গান ‘ছোট’ শুনবো। এই গান অতীতের কথা স্মরণ করার একটি গান। এতে বলা হয়, প্রত্যেকের স্মরণীয় ছোটবেলার স্মৃতি আছে। সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে ছোটবেলার বন্ধুদের হয়তো আর দেখা যায় না, পথ ও ভবনও পরিবর্তন হতে পারে। আমাদের কিছুই করা যায় না। তবে, যতদিন সেসব স্মৃতি তুমি মনে রাখবে, ততদিন তা সত্যি বিলীন হবে না। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৬

 

এখন রং চু আর চীনা সংগীত মহলের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী একজন গায়িকা। তিনি এখনও অনেক সুন্দর ও জনপ্রিয় প্রকাশ করে থাকেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে রং চু আরের আরেকটি সুন্দর গান ‘ভারি বৃষ্টি পড়ে যাক’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।