অক্টোবর ২৪: চীনা নারীদের ১৩তম জাতীয় কংগ্রেস গতকাল (সোমবার) সকালে বেইজিংয়ের গণ-মহাভবনে উদ্বোধন হয়েছে। সি চিন পিং, লি ছিয়াং, চাও ল্য চি, ওয়াং হু নিং, ছাই ছি, লি সি, প্রমূখ নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন মহলের প্রায় ১৮০০ জন নারী প্রতিনিধি এবং ৯০ জন হংকং, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিশেষ প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
চীনা কমিউনিস্টি পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, তিং সুয়েই সিয়াং "একটি শক্তিশালী দেশ এবং জাতীয় পুনরুজ্জীবনের মহান উদ্দেশ্য পূরণের জন্য নতুন যুগে ‘অর্ধেক আকাশের একটি চমত্কার অধ্যায় লেখা’” শিরোনামের একটি বক্তৃতা প্রদান করেন। তিনি সম্মেলনে অংশগ্রহণকারীদের এবং দেশব্যাপী নারী ও নারী কর্মীদের শুভেচ্ছা জানান। তিনি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং তাইওয়ান প্রদেশের নারীদেরও শুভেচ্ছা জানান।
তিং শুয়েই সিয়াং তার বক্তৃতায় বলেন, চীনের দ্বাদশ নারী জাতীয় কংগ্রেসের পর থেকে সি চিন পিং-এর নেতৃত্বে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির বলিষ্ঠ নেতৃত্বে, কোটি কোটি চীনা নারী দারিদ্র্যবিমোচনের প্রধান যুদ্ধক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছেন। তাঁরা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনে কাজ করেছেন এবং মহামারীর বিরুদ্ধে লড়াই করেছেন। এতে "অর্ধেক আকাশ"-এর ভূমিকা সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়েছে এবং নারীসমাজের উন্নয়ন সব দিক দিয়েই অগ্রসর হচ্ছে। সকল স্তরে মহিলা ফেডারেশনগুলো নারীদের আদর্শিক ও রাজনৈতিক নেতৃত্বকে শক্তিশালী করার জন্য, নতুন যুগে অবদান রাখতে নারীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে, পারিবারিক শিক্ষাদান এবং পারিবারিক ঐতিহ্যের উদ্ভাবন ও প্রচারের জন্য, অধিকার সুরক্ষা এবং যত্নের পরিষেবা প্রদান করার জন্য আন্তরিকভাবে, সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছে। আন্তর্জাতিক আদান-প্রদান ও সহযোগিতা চালিয়ে যাওয়া হচ্ছে, নারী ফেডারেশনের সংস্কারকে আরও গভীর করা হচ্ছে, যা সিপিসি’র শাসনের ব্যাপক ভিত্তিকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিং সুয়েই সিয়াং বলেন, চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস একটি শক্তিশালী দেশ নির্মাণের জন্য এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে জাতীয় পুনর্জাগরণের মহান কাজকে সামনে এগিয়ে নিতে একটি বিশাল পরিকল্পনা তৈরি করেছে এবং সিপিসি’র কেন্দ্রীয় কাজকে স্পষ্টতর করেছে। নতুন যুগ এবং নতুন যাত্রায় সংখ্যাগরিষ্ঠ মহিলাদের অবশ্যই পার্টির সাথে একযোগে কাজ করতে হবে ও সিপিসি’র সাথে এগিয়ে যেতে হবে; নতুন ধারণা অনুশীলন করার সময় মহিলাদের বিশ্বাসের একটি শক্ত ভিত্তি তৈরি করতে হবে; একটি নতুন যাত্রায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলাদের দায়িত্ব প্রদর্শন করতে হবে; নতুন প্রবণতার নেতৃত্বে মহিলাদের অনন্য ভূমিকা প্রদর্শন করতে হবে। একটি উজ্জ্বল জীবন যাপন করা, একটি শক্তিশালী ঐতিহাসিক চেতনা ও আরও উচ্চ-আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির সাথে নতুন যাত্রায় "অর্ধেক আকাশ"-এর আরও দুর্দান্ত অধ্যায় লেখা উচিত। সকল স্তরে নারী ফেডারেশনগুলোকে অবশ্যই চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের সাথে সমাজতান্ত্রিক গণ-উন্নয়নের পথকে অটলভাবে অনুসরণ করতে হবে; তাদের নেতৃত্ব, সেবা ও যোগাযোগের কাজগুলো আন্তরিকতার সাথে সম্পাদন করতে হবে; এবং সিপিসি’র জন্য মহিলাদের শক্তি ও প্রজ্ঞাকে একত্রিত করতে হবে।
চীনা নারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে, সম্মেলনের প্রেসিডিয়াম নির্বাহী চেয়ারম্যান হুয়াং সিয়াও ওয়েই "নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের ব্যাপারে সি চিন পং-এর চিন্তাধারার আলোকে একটি শক্তিশালী দেশ গড়া ও জাতীয় পুনরুজ্জীবনের জন্য, মহিলাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করা" শিরোনামে একটি প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনটি পাঁচটি ভাগে বিভক্ত: চীনা নারী ও মহিলা ফেডারেশনগুলো পার্টির জন্য লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ; চীনা নারীদের নতুন যাত্রাকে গাইড করতে, একটি নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের ওপর সি চিন পিং-এর চিন্তাভাবনা প্রয়োগ করা; সাহসিকতার সাথে একটি শক্তিশালী দেশ গড়া ও জাতীয় পুনরুজ্জীবনের স্বপ্ন পূরণের দায়িত্ব পালন করা; নতুন যুগের পথে মহিলা ফেডারেশনের কাজের উচ্চ-মানের উন্নয়ন প্রচার করা; চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের প্রয়োজনীয়তার সাথে মানানসই মহিলা ফেডারেশন গড়ে তোলা। (শুয়েই/আলিম)