‘স্বপ্নের অশ্রু’
2023-10-24 14:16:03

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং হ্য সুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চাং হ্য সুয়ান, ১৯৮৫ সালের ৭ অক্টোবর চীনের লিয়াও নিং প্রদেশের শেন ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। ২০০৯ সালে তিনি শেন ইয়াং কনজাভোটারি অব মিউজিক থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

২০১২ সালে চাং হ্য সুয়ান ‘ভয়েস অব চায়না’ নামের একটি কণ্ঠশিল্পীদের টিভি-প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিত হন। ২০১২ সালের ডিসেম্বর মাসে, ‘ভয়েস অব চায়না’ অনুষ্ঠানটি চাং হ্য সুয়ানকে ‘আমি বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চাই’ নামের নির্বাচন অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ দেয়। এই নির্বাচনে তিনি পঞ্চম স্থান লাভ করেন।

২০১৩ সালের ১৩ মে, চাং হ্য সুয়ানের প্রথম গান ‘চাঁদের আলো দেখো’ প্রকাশিত হয়। এই গানটি ‘ভয়েস অব চায়না’ অনুষ্ঠানের অংশগ্রহণকারী কণ্ঠশিল্পীদের অ্যালবাম ‘স্বপ্ন শুরুর জায়গা’তে অন্তর্ভুক্ত হয়। ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর চাং হ্য সুয়ানের প্রথম অ্যালবাম ‘ঘোষণা’ বাজারে আসে।

বন্ধুরা, এখন শুনুন চাং হ্য সুয়ানের কণ্ঠে ‘স্বপ্নের অশ্রু’ নামে গানটি। গানের কথাগুলো এমন: স্বপ্নে অশ্রু, ঠাণ্ডা মুখ। তোমার সৌন্দর্য কখনই ম্লান হবে না। রঙ ছাড়া একটি পৃথিবী, নিঃসঙ্গ কল্পনা, ঝাপসা কণ্ঠ । খুঁজছি অতীত জীবন থেকে পায়ের ছাপ। ছুঁলে স্বপ্নের কান্না ভেঙ্গে যায়। আমি যদি আবার তোমাকে ছিনিয়ে নিতে পারতাম, আমি আমার আগের জীবনের একটি অশ্রু ঋণী, একাকী স্বপ্নে তুমি এখনও হাজির হও।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং হ্য সুয়ানের গান ‘প্রিয় মেয়ে, তুমি চলে যাচ্ছ কেন?’।গানের কথাগুলো এমন: আমি একবার বিড়ালের প্রেমে পড়েছিলাম। তার কমনীয় হাসি ছিল। আমি তাকে চিরকাল ভালবাসতে চাই। কিন্তু আমি তাকে স্বপ্ন দিতে পারি না। আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, একটি অনুশোচনাপূর্ণ ভুল বোঝাবুঝির মধ্যে। আমি তোমাকে মিস করি। কিন্তু সে মনে মনে আমাকে ঘৃণা করে। আমার প্রিয় মেয়ে, আমি যেতে চাই না। দুঃখে কাঁদতে কাঁদতে তোমায় রেখে গেলাম। প্রিয় মেয়ে, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে সবকিছু দিতে চাই।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো চাং হ্য সুয়ানের আরেকটি গান, গানের নাম ‘লড়াই’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং হ্য সুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)