আর্জেন্টিনার বিদ্যুৎখাতের রূপান্তরে সহায়তা করছে চীনের বায়ুবিদ্যুৎ প্রযুক্তি
2023-10-23 10:14:10

দক্ষিণ আর্জেন্টিনার চুবুত প্রদেশের পুয়ের্তো মাদ্রিনের উপকণ্ঠে অবস্থিত লোমা ব্লাঙ্কা উইন্ড ফার্ম দেশটির সেরা উইন্ড ফার্মগুলোর অন্যতম। প্রকল্পে ছ’টি পর্ব আছে। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ পর্ব এবং বুয়েনেস আয়ার্স প্রদেশে অবস্থিত মিরামার উইন্ড ফার্ম নিজস্ব বিনিয়োগে নির্মাণ করেছে চীনের গোল্ডউইন্ড বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানি লিমিটেড। এগুলো নিয়ে হেলিওস বায়ুবিদ্যুৎ প্রকল্প গ্রুপ গঠিত হয়েছে।

লোমা ব্লাঙ্কা উইন্ড ফার্মে সারি সারি উইন্ডমিল পাহাড় বরাবর কয়েক কিলোমিটার জায়গাজুড়ে বিস্তৃত। সমুদ্রের হাওয়া ৬৮ মিটার লম্বা উইন্ডমিলের পাখা একটানা ঘুরতে ঘুরতে স্থানীয় পাওয়ার গ্রিডে বিদ্যুৎ পাঠাচ্ছে।

প্রকল্পের ইঞ্জিনিয়ার মা লিয়ে জানান, হেলিওস বায়ুবিদ্যুৎ প্রকল্প গ্রুপ গোল্ডউইন্ড বিজ্ঞান ও প্রযুক্তির নিজস্ব গবেষণায় উদ্ভাবিত জিডাব্লিউ৩এস বুদ্ধিমান বায়ু হাপর ব্যবহার করে। এর ফলে বিদ্যুৎ উত্পাদনের কার্যকারিতা বেশি হয় এবং পাশাপাশি উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত হয়। এছাড়া প্রত্যেকটি বায়ু হাপরে ২শ’র বেশি সেন্সর আছে। অপারেশন ও রক্ষণাবেক্ষণ কর্মীরা প্রত্যেকটি হাপরের অবস্থা রিয়েল-টাইম মনিটরিং করতে পারেন।

উইন্ড ফার্মের একমাত্র স্থায়ী চীনা কর্মী মা লিয়ে বলেন, “আমাদের লক্ষ্য হলো স্থানীয় পরিচালন ও প্রশাসন কর্মী এবং ইঞ্জিনিয়ার দলকে প্রশিক্ষিত করার মাধ্যমে স্থানীয় পরিচালন বাস্তবায়ন করা।”

পরিসংখ্যানে দেখা গেছে, আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলে বছরের বাতাসের গড় গতি সেকেন্ডে ৯ মিটার। এটি বায়ুশক্তির দিক থেকে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলগুলোর অন্যতম। সমতল ভূখণ্ড এবং বেশ কয়েকটি বৃহৎ বন্দরের পাশে হওয়ার কারণে এখানে বায়ুবিদ্যুৎ তৈরি খুবই যুক্তিযুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনা সরকার নবায়নযোগ্য জ্বালানির উদ্ভাবন ও ব্যবহার বাড়ানোর মাধ্যমে জ্বালানি কাঠামোর রূপান্তর বাস্তবায়ন করতে চাইছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে দেশটির আইনসভায় গৃহীত আইনি বিধানে বলা হয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ দেশটির নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ-উত্পাদন মোট উৎপাদনের ২০ শতাংশে পৌঁছাতে হবে।

হেলিওস বায়ুবিদ্যুৎ প্রকল্প গ্রুপে স্থাপন করা ১০৯টি বায়ু টারবাইন জেনারেটর সিস্টেমের মোট বিদ্যুৎ উত্পাদন ক্ষমতা ৩৫৫ মেগাওয়াট। ২০২১ সালের এপ্রিলে এ প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। এ প্রকল্প আর্জেন্টিনায় বছরে ১৬০ কোটি কিলোওয়াট দূষণমুক্ত বিদ্যুৎ যোগান দিচ্ছে, যা দেশটির জ্বালানি রূপান্তর ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে খুবই তাত্পর্যপূর্ণ।

গোল্ডউইন্ড বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানি লিমিটেডের আর্জেন্টিনা শাখা কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক লিং পেইথিয়ান জানান, কোম্পানির উচ্চ-নির্ভরশীল ও অতি-কার্যকর বায়ু হাপর, উচ্চমানের অপারেশন ও রক্ষণাবেক্ষণ পরিষেবা এবং দৃঢ় স্থানীয় অপারেশনের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়েছে এ প্রকল্প।

পুয়ের্তো মাদ্রিন পর্যটন ব্যুরোর একজন কর্মী জানান, জীববৈচিত্র্য সেখানকার মূল্যবান সম্পদ। শিল্প উন্নয়ন করার ক্ষেত্রে সবচেয়ে আগে বিবেচনা করতে হয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। দূষণমুক্ত বায়ুশক্তির উইন্ড ফার্ম পুয়ের্তো মাদ্রিনের নতুন নামকার্ডে পরিণত হয়েছে। (প্রেমা/রহমান)