হৃদয় বেঁধে দিই
2023-10-22 16:20:49

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী কাও চিন-এর কন্ঠে ‘হৃদয় বেঁধে দিই’ শীর্ষক গান। বন্ধুরা, আপনার কি এমন কোনো বন্ধু আছে যাকে বিশ্বাস করেন গভীরভাবে, জানাতে পারেন মনের অব্যক্ত কথা? আপনার কি এমন কোনো বন্ধু আছে, যে কখনোই ছেড়ে যাবে না আপনাকে? আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা এ ধরনের গান শুনবো। এখন শোনাবো কাও চিনের কন্ঠে ‘নিয়ন্ত্রণের বাইরে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী কাও চিনের কন্ঠে ‘নিয়ন্ত্রণের বাইরে’ শীর্ষক গান। এবার শুনবেন ‘চারটি সমুদ্র’ শীর্ষক গান। গানটি রচিত হয়েছে পুরুষের বন্ধুত্বকে নিয়ে। আসলে চীনে চারটি সমুদ্রের অর্থ হলো সারা বিশ্ব। গানের কথা এমন: কতো মানুষকে ভাই ডাকা যায়? কোন মানুষ তোমার মেজাজ খারাপ হলে ধৈর্য ধরতে পারে? মাত্র কয়েক জন তোমাকে ত্যাগ করবে না। এটি হলো সত্যিকারের বন্ধুত্ব। তোমার জন্য, আমাদের জন্য, আকাশের জন্য, মাটির জন্য, পুরুষের অশ্রু সবসময় সংরক্ষিত। কিন্তু মনের অনুভূতি প্রকাশ করা যায় না। চার সমুদ্রের (সারা বিশ্বের) বন্ধু, আমার কাছে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। তুমি কোথায়? আমার বন্ধু, আমার ভাই। প্রতিবার পুনর্মিলনকে আমি অনেক মূল্যায়ন করি। আমি তোমাকে ত্যাগ করতে চাই না’।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী কাও চিনের কন্ঠে ‘চারটি সমুদ্র’ শীর্ষক গান। এখন আমরা বন্ধুদেরকে একটি গান শোনাতে চাই। গানটি আমি রেডিওতে শুনেছিলাম। আমি গাড়ি চালানোর সময় গানটির সুর আমাকে ভীষণ আকর্ষণ করে। গানটির শিরোনাম ‘মনের শান্তি ভুলে যাবেন না’।  গেয়েছেন ফাং লং। তিনি ১৯৭১ সালের ২ মে চীনের লিয়াওনিং প্রদেশের ফুসিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহী ছিলেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ফাং লংয়ের কন্ঠে ‘মনের শান্তি ভুলে যাবেন না’ শীর্ষক গান। ফাং লিংয়ের বাবা প্রথমে গান লেখা ও গাওয়ার বিরোধিতা করতেন। কিন্তু তিনি নিজের স্বপ্ন ত্যাগ করেননি। তিনি দিনে স্কুলে লেখাপড়া করতেন এবং রাতে গান গাওয়া ও লেখা শিখতেন। ১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘নিজেকে পরিবর্তন করো’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ফাং লংয়ের কন্ঠে ‘নিজেকে পরিবর্তন করো’ শীর্ষক গান। ১৯৯৬ সালে তিনি শেনইয়াং সংগীত একাডেমিতে ভর্তি হন। ২০০০ সালের অক্টোবর মাসে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন তিনি হলেন চেচিয়াং ও শেনইয়াং সংগীত একাডেমির একজন শিক্ষক এবং চীনা সুরকার সমিতির একজন সদস্য। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘অভিশপ্ত কোমলতা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই।  আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, চাই চিয়ান। (ছাই/আলিম)