ফুলে ভরা চাঁদের ভিতর দিয়ে
2023-10-22 16:14:33

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘ফুলে ভরা চাঁদের ভিতর দিয়ে’ শীর্ষক গান। গেয়েছেন সুদর্শন চীনা কন্ঠশিল্পী লিন ই লুন। তিনি ১৯৭০ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ গানটি হল তার প্রথম অ্যালবামের একটি গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সুখের জন্য যাত্রা করি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লিন ই লুন’র কন্ঠে ‘সুখের জন্য যাত্রা করি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ভালোবাসার পাখি’ শীর্ষক গান শোনাবো। গানের কথা এমন: ‘গাছে একটি পাখি। পাখিটির কণ্ঠ শুনলে আমার হৃত্স্পন্দন বেড়ে যায়। আমি পাখিটি দেখতে পাই না, কিন্তু তাঁর কণ্ঠ শুনতে পাই। সে আমার কাছে উল্লাস করছে। কিন্তু এখন কেন সে অনেক শান্ত, কেন কোনো কণ্ঠ আমি শুনতে পাই না! কারণ, আমার প্রেমিকা চলে গেছে। তবে, যে মানুষ আমাকে ভালোবাসে, সে এখনো আসেনি। এ ভালোবাসার পাখি চলে গেছে, কিন্তু আমার ভালোবাসার পাখি আসেনি’।

তাহলে আমরা একসঙ্গে গানটি শুনবো,কেমন?

(গান ৩)

আচ্ছা বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লিন ই লুন’র ‘ভালোবাসার পাখি’। এখন আমি আপনাদের কাছে আরেকটি চীনা গানের পরিচয় তুলে ধরবো। গানের শিরোনাম ‘আমি চাই, আমি চাই’; গেয়েছেন কু চু চি। গানটিতে বলা হয়েছে: ‘তোমার কাছে থাকতে চাই, আমি অনেক চাই। তোমার সঙ্গে আকাশে তারার সংখ্যা হিসেব করতে চাই; বসন্তকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সংগ্রহ করতে চাই। আমি তোমাকে পুরাতন গল্প পড়ে শোনাতে চাই। আমি তোমার সঙ্গে হাজার হাজার মাইল ভ্রমণ করতে চাই। আমাদের প্রতিটি দিন আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতিতে পরিণত হবে। আমি তোমার সঙ্গে সূর্যাস্ত দেখতে চাই, তোমার সঙ্গে বনে পাখির গান শুনতে চাই। আমি তোমার কাছে থাকতে চাই, আমি অনেক চাই’।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী কু চু চির কন্ঠে ‘আমি চাই, আমি চাই’ শীর্ষক গান। তিনি ১৯৭২ সালের ১৮ অগাস্ট চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে ছিলেন একজন অভিনেতা। তারপর টেলিভিশনে উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। কিন্তু তিনি খুব ভালো গান করতে পারতেন। ১৯৯৪ সালে তিনি তার প্রথম গানের অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘নির্বাণ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ‘তোমার জন্য গান’। শুনছিলেন কন্ঠশিল্পী কু চু চি’র কন্ঠে ‘নির্বাণ’ শিরোনামের একটি গান। এখন আমি আপনাদেরকে একটি মেয়ের গানের সঙ্গে পরিচয় করিয়ে দিবো। গানের শিরোনাম ‘প্রেমের গানের রাজা’। গেয়েছেন ওয়েই ইউ সিন। তিনি ১৯৮৭ সালের ১৮ মে চীনের ইনার মঙ্গোলিয়ার থংলিয়াও শহরে জন্মগ্রহণ করেন। তার এ গানটি খুবই হৃদয়স্পর্শী ও সুন্দর। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো গান শুনতে চান,তাহলে আমাদেরকে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই।  আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, চাই চিয়ান। (ছাই/আলিম)