আন ইয়াং
2023-10-21 16:01:11

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

আজ আমি খুবই আনন্দিত আজকের সংগীতানুষ্ঠানে আপনাদের সামনে আবার হাজির হতে পেরে। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। কী, ভালো লাগে তো? আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সাথে চীনের একটি বিশেষ ব্যান্ডকে পরিচয় করিয়ে দিতে চাই। ব্যান্ডের নাম হলো ‘তিক্ত বিশ্বাস’। আপনারা শুনছিলেন ব্যান্ডটির ‘ভালোবাসা হোক দুশ্চিন্তামুক্ত’ শীর্ষক গান। আপনাদের ভালো লেগেছে? এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘গোলাপী স্মৃতি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘গোলাপী স্মৃতি’ শীর্ষক গান। এ নাম শুনে আপনারা অবশ্যই অবাক হয়েছেন। আপনারা কি নামটিকে অদ্ভুত মনে করছেন? হ্যাঁ, আমি বলেছি যে ‘তিক্ত বিশ্বাস’ একটি বিশেষ ব্যান্ড। কারণ, এ ব্যান্ড চীনের একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছে। তিক্ত বিশ্বাস জনপ্রিয় নয়। ব্যান্ডের ৫ জন সদস্যও সংগীতের বিশেষজ্ঞ নন। ব্যান্ডের ৫ জন সংগীত সৃষ্টি করতে পছন্দ করেন, তাঁরা চীনের একটি বিখ্যাত সংগীত স্কুল 'মিদি সংগীত স্কুল' থেকে স্নাতক হওয়ার পরে এ ব্যান্ড গঠন করেন। আচ্ছা, এখন আমরা তিক্ত বিশ্বাসের 'দেখা হবে, জাইক' শীর্ষক গান শুনবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড তিক্ত বিশ্বাস’র ‘দেখা হবে, জাইক’ শীর্ষক গান। গানটির থিম হলো ভ্রমণ। গায়ক একটি শহরে পৌঁছেছেন, তার পরে আরেকটিতে যাবেন। এ জায়গা থেকে বিদায় নিয়েছেন, পরে আরেকটিতে যাবেন। তাই গানের নাম হলো 'দেখা হবে, জাইক'। খুবই মজার, তাই না? তিক্ত বিশ্বাসের সদস্যরা কয়েক বছর ভ্রমণ করেছেন। ভ্রমণের সময় তাঁরা এ গানগুলো লিখেছেন। তাই তাঁদের গান খুবই জীবনঘনিষ্ঠ। এখন শুনুন তিক্ত বিশ্বাসের 'তোমার জন্য গান গাইবো' শীর্ষক গান। তোমার হৃদয় পশ্চিম হ্রদের মতো পরিষ্কার ও সুন্দর। শুনুন গানটি।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড তিক্ত বিশ্বাস’র ‘তোমার জন্য গান গাইবো’ শীর্ষক গান। আজকের আমরা তিক্ত বিশ্বাসের গানগুলো শুনছিলাম। আশা করি আপনারা এ ব্যান্ডের গান পছন্দ করছেন । 'আন ইয়াং' চীনের একটি প্রাচীন শহর। এ শহর হ্যনান প্রদেশে অবস্থিত। এ শহরের জন্যও তিক্ত বিশ্বাস একটি গান লিখেছে। চলুন, আমরা শুনবো 'আন ইয়াং' শীর্ষক গান।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড তিক্ত বিশ্বাস’র ‘আন ইয়াং’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘পশ্চিম হ্রদ’ শীর্ষক গান শোনাবো। পশ্চিম হ্রদ চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে অবস্থিত। হ্রদটির দৃশ্য অসাধারণ। অসংখ্য পর্যটক হাংচৌতে গিয়ে পশ্চিম হ্রদের দৃশ্য অনুভব করেন। তিক্ত বিশ্বাস ব্যান্ড সেখানে কন্সার্ট আয়োজন করেছিল। পরে তাঁরা তিন বছর সময় নিয়ে গানটি রচনা করে। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)