সংবাদ পর্যালোচনা: ফিরে দেখা- বিআরআই শীর্ষ ফোরাম
2023-10-21 19:19:45

তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মূল ভাষণ দিয়েছেন। তার আগের দিন ফোরামে অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের সম্মানে স্বাগত ভোজ আয়োজন করা হয়। এদিকে বিআরআই আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম সফল হয়েছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বিস্তারিত থাকছে সংবাদ পর্যালোচনায়।

চীনের প্রেসিডেন্ট জনাব সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে মূল ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেছেন, যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রতিষ্ঠায় সহযোগিতা ও পারস্পরিক সাহায্যে বেশ জোর দেওয়া হয়। এর লক্ষ্য হল ভালোভাবে নিজর উন্নয়ন এবং অন্যদেরও ভালো উন্নয়ন। জনাব সি বলেন, উন্নয়নের উপায় হল পারস্পরিক যোগাযোগ ও কল্যাণকর সহযোগিতা। মতাদর্শগত দ্বন্দ্ব এড়ানো, ভূ-রাজনৈতিক খেলা বা জোটগত রাজনৈতিক সংঘাত না-করা এবং একতরফা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক জবরদস্তি ও সম্পর্কচ্ছেদের বিরোধিতা করার কথাও বলেন জনাব সি চিন পিং। বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা যেন ফ্রিহ্যান্ড পেইন্টিং থেকে সূক্ষ্ম পেইন্টিং পর্যায়ে প্রবেশ করেছে, পরিকল্পনা থেকে বাস্তবতায় রূপান্তরিত হয়েছে, বিভিন্ন বৈশিষ্ট্যময় প্রকল্প আর গণজীবিকার সুবিধাজনক ক্ষুদ্র প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়িত হয়েছে।

এবারের শীর্ষ ফোরামে চীন উচ্চ মানের ‘বেল্ট এন্ড রোড’ যৌথ নির্মাণের জন্য আটটি কার্যক্রম তুলে ধরেছে। এর মধ্যে একটি হলো সবুজ উন্নয়ন জোরদার করা। চীন ‘সবুজ পানি ও পাহাড় হলো স্বর্ণ ও রূপা পাহাড়’ ধারণায় অবিচল রয়েছে। চীন ব্যাপকভাবে সবুজ ও নিম্ন কার্বন প্রযুক্তি উন্নত করবে। সবুজ পরিবর্তনকে উন্নয়নের নতুন চালিকাশক্তি করেছে। দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে সবুজ রূপান্তর মানবজাতির সাধারণ বাসস্থান রক্ষায় সহায়ক।

ফোরামের আগে মঙ্গলবার রাতে বেইজিং গণ-মহাভবনে তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ শীর্ষ ফোরামে অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের সম্মানে স্বাগত ভোজের আয়োজন করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং ফার্স্ট লেডি মাদাম ফেং লি ইউয়ান। চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি-সহ চীন সরকারের কর্মকর্তারা এ ভোজে উপস্থিত ছিলেন।

অভিনন্দনবার্তায় সি বলেছেন, বেল্ট এন্ড রোডের সাফল্য বিশ্বকে সংযুক্ত করেছে এবং তা বিভিন্ন দেশের সরকার, শিল্পপ্রতিষ্ঠান ও জনগণের পরিশ্রম, বুদ্ধি ও সাহসের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। সি জোর দিয়ে বলেন, যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ করার মূল উদ্দেশ্য উন্নয়ন ও অভিন্ন স্বার্থ অর্জন। কেবল আত্মউন্নয়ন ও সংগ্রামে সাফল্য অর্জন করা যায়, যা আধুনিক রাজনীতিবিদদের নতুন প্রজন্মের দায়িত্ব। যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণে প্রথম ১০ বছর পার হয়েছে, নতুন সহযোগিতা ও প্রচেষ্টায় আগামী সোনালি ১০ বছরে যাত্রা অনুষ্ঠিত হবে বলে আশা করেন তিনি।

তিনি আরো বলেন, চলমান বিশ্ব শান্তিপূর্ণ নয়, বিশ্ব অর্থনীতিতে মন্দা ও চাপ বাড়ছে। বিশ্বের উন্নয়ন বহু চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে, শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও জয়-জয় প্রবণতা, সুন্দর ও সুখী জীবনযাপন জনগণের আশা এবং বিভিন্ন দেশের অভিন্ন প্রত্যাশা। এতে কেউ বাধা দিতে পারবে না। সহযোগিতার দৃঢ় প্রতিজ্ঞায় গুণগতমান ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ করা যাবে এবং সবার যৌথ চেষ্টায় মানবজাতির সুন্দর ভবিষ্যত গড়ে তোলা যাবে।

এদিকে, বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, বিআরআই আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম সফল হয়েছে। এ ফোরামে ঐক্য, সহযোগিতা, উন্মুক্ততা ও সকলের কল্যাণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম চলতি বছর চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশীয় কূটনীতি। এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল: ‘বেল্ট অ্যান্ড রোড’ উচ্চ মানের যৌথ নির্মাণ এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন। ১৪০টিরও বেশি দেশ, ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দেশের নেতা ও কর্মকর্তা এতে অংশ নিয়েছেন।