'পূরণ'
2023-10-21 16:10:33

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। আশা করি, আপনাদের ভালো লাগে। আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী লিউ রুও ইংয়ের কন্ঠে ‘প্রেমের জন্য পাগল’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সত্যি আপনাকে ভালবাসি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী লিউ রুও ইংয়ের কন্ঠে ‘সত্যি আপনাকে ভালবাসি’ শীর্ষক গান। লিউ রুওইয়ং শুধু একজন বিখ্যাত অভিনেত্রী নন, তিনি একজন জনপ্রিয় গায়িকাও। লিউ রুওইয়ংয়ের একটি মজার নাম আছে। নামটির বাংলা অর্থ হচ্ছে: 'দুধ চা'। সত্যি সত্যি তাঁর গলায় রয়েছে দুধের মধু ও চায়ের তিক্ততা; এ এক অসাধারণ অনুভব। তাঁর গান একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সারাজীবন একাকীত্ব’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী লিউ রুও ইংয়ের কন্ঠে ‘সারাজীবন একাকীত্ব’ শীর্ষক গান। ১৯৭০ সালে লিউ রুওইয়ং চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি পিয়ানো বাজাতে শিখেছেন। শিক্ষক ছেন শেংয়ের সাহায্যে লিউ রুওইয়ং চীনের সংগীতজগতে প্রবেশ করেন। তাঁর প্রথম প্রকাশিত অ্যালবাম বেশ সাফল্য পায়। পরে তিনি টিভি-নাটকে এবং চলচ্চিত্রে অভিনয় করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘পূরণ’ শীর্ষক গান শোনাবো, আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী লিউ রুও ইংয়ের কন্ঠে ‘পূরণ’ শীর্ষক গান। তিনি একটি বিখ্যাত টিভি-নাটক 'গোলাপী মেয়ে'তে অভিনয় করেন এবং এর মাধ্যেম চীনে ব্যাপক পরিচিতি পান। সংগীত, টিভি-নাটক এবং চলচ্চিত্র--এ তিন ক্ষেত্রেই লিউ রুওইয়ং লক্ষণীয় সাফল্য পেয়েছেন। এখন আমরা লিউ রুওইয়ংয়ের কন্ঠে 'পরে' শীর্ষক গান শুনবো। ভালোবাসায় রয়েছে নানা ধরণের কষ্টের বিষয়। যদি হারিয়ে যাই, তাহলে পরে অনেক দীর্ঘ সময় ধরে আমরা অনুতপ্ত হবো। ভালোবাসার কষ্টের বিষয় সম্পর্কে লিউ রুওইয়ং এ গানে নিজের ভাব প্রকাশ করেছেন। শুনুন তাহলে গানটি।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী লিউ রুও ইংয়ের কন্ঠে ‘পরে’ শীর্ষক গান। বন্ধুরা, লিউ রুওইয়ংয়ের গান আপনাদের কেমন লাগলো? তাঁর গানগুলোর ছন্দ খুবই সুন্দর, তাই না? আমাদের লিউ রুওইয়ংয়ের গলা তাঁর নাম 'দুধ চার' মতোই মজার। বিশ্বাস করি আপনারা আমাদের 'দুধ চা' লিউ রুওইয়ংয়ের গানগুলো পছন্দ করেন। তাহলে এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যখন প্রেম কাছাকাছি হয়' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানট পছন্দ করবেন।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)