অক্টোবর ১৮: সম্প্রতি, চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সেবা শিল্প সংক্রান্ত তদন্তকেন্দ্র এবং চীনের লজিস্টিক ও ক্রয় যৌথ ফেডারেশন যৌথভাবে গত সেপ্টেম্বরে চীনা অর্থনীতির তিনটি প্রধান সূচক প্রকাশ করেছে। এই তিনটি প্রধান সূচক হচ্ছে চীনের নির্মাণ শিল্পের পার্চেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই), অ-নির্মাণ শিল্পের ব্যবসায়িক কার্যকলাপ সূচক এবং যৌগিক পিএমআই’র আউটপুট সূচক। এই তিনটি প্রধান সূচক একই সাথে চীনের অর্থনীতির কার্যকারিতা ধাপে ধাপে কাজে লাগানোর বিষয়টি তুলে ধরে।