'তোমার জন্য গান গাই'
2023-10-19 10:00:22



আজকের অনুষ্ঠানে একজন জনপ্রিয় কানাডিয়ান চীনা গায়িকা ও অভিনেত্রীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ইয়ু উন উন বা কেলি ইয়ু। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও তিনি ভালো গান রচনা করতে পারেন এবং তার গানগুলো চীনে খুব জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ইয়ু উন উনের একটি সুন্দর গান ‘আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ’।গান ১

 

ইয়ু উন উন ১৯৮৯ সালে চীনের লিয়াও নিং প্রদেশের তালিয়ান শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্লাসিক সংগীত খুব পছন্দ করতেন, আর তার মা ভালো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। জন্মের আগে ইয়ু উন উনের বাবা-মা তার জন্য একটি পিয়ানো প্রস্তুত করেছেন। তারা আশা করেন, সে সংগীত পছন্দ করবে এবং পিয়ানো বাজাতে পারবে। তাদের প্রভাবে ইয়ু উন উন ছোটবেলা থেকেই সংগীত পছন্দ করেন এবং পিয়ানো শিখেন। মাধ্যমিক স্কুলের সময়ে পিয়ানোর পাশাপাশি তিনি গিটারও শিখেছেন এবং আরো পপ সংগীত ও গান গাইতে পছন্দ করেছেন। সেই সময় গায়িকা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০০৮ সালে ইয়ু উন উন যুক্তরাষ্ট্রের বার্কলি কলেজ অফ মিউজিকে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি গায়িকা ও গিটারিস্ট হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে পারফর্ম করা শুরু করেন, এভাবে তার সংগীতজীবন শুরু হয়।গান ২

 

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ইয়ু উন উন চীনে ফিরে আসেন। তিনি কিছু সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুরস্কার না পেলেও তার সংগীত প্রতিভা ও দক্ষতা মানুষের স্বীকৃতি পায়। ২০১৪ ইয়ু উন উন একটি টিভি নাটকে অভিনয় করেন এবং অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। এখন শুনুন ইয়ু উন উনের সেই টিভি নাটকের জন্য গাওয়া একটি সুন্দর গান ‘Always Be The Same For You’।গান ৩

 

২০১৪ সালে ইয়ু উন উন তার প্রথম অ্যালবাম ‘উচ্চাকাঙ্ক্ষা’ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে পা রাখেন। তিনি নিজের গিটার শেখার অভিজ্ঞতা অনুসারে গান ‘গিটার পছন্দের মেয়ে’ রচনা করে ‘তোমার জন্য গান গাই’ লিখে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এই অ্যালবামের মাধ্যমে অনেকে গায়িকা ইয়ু উন উন সম্পর্কে জানতে পারেন এবং তাকে পছন্দ করেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ইয়ু উন উনের একটি সুন্দর গান ‘তোমার জন্য গান গাই’।গান ৪

 

২০১৭ সালে ইয়ু উন উন একটি চলচ্চিত্র ‘সাবেক প্রেমিকে’ অভিনয় করেন এবং এজন্য ‘মর্যাদাকর’ গানটি গেয়েছেন। চলচ্চিত্রে তার অভিনয় ও গানের কথা প্রেমে অনেকের অভিন্ন অনুভূতি সৃষ্টি করেছে। তাই চলচ্চিত্র ও গান মুক্তির পরই অনেক জনপ্রিয় হয়ে ওঠে। ‘মর্যাদাকর’ গানটি তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এখন ইয়ু উন উনের এই জনপ্রিয় গান ‘মর্যাদাকর’ শুনুন।গান ৫

 

বন্ধুরা, পরের গানটি হলো- ইয়ু উন উনের একটি জনপ্রিয় গান ‘তোমার সঙ্গে থাকা’। গানের সুর ও কথা তিনি নিজে লিখেছেন। প্রেমে এমন সময় আসে যে, সব ভালোবাসা অন্যকে দিয়েছে, অনেক সুন্দর ও মিষ্টি সময় কাটিয়েছে এবং সব চেষ্টা করেছে তবে বিভিন্ন কারণে অবশেষে দুজন বিচ্ছিন্ন হয়ে যায়। দুঃখ হলেও সেই স্মরণীয় অভিজ্ঞতার জন্য মন কৃতজ্ঞ থাকে। এই গানে এমন অনুভূতি প্রকাশিত হয়। বন্ধুরা, এখন ইয়ু উন উনের সুন্দর গান ‘তোমার সঙ্গে থাকা’ শুনুনগান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ইয়ু উন উনের আরেকটি সুন্দর গান ‘দরকার নেই’ শুনবো। গানটি একটি বিরহের গান; তার সুন্দর কণ্ঠে গানটি দারুণ হয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনি। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এএখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।