রিক্লেক্টর
2023-10-19 16:16:22

‘রিক্লেক্টর’ চীনের মূল-ভূখণ্ডের একটি পাঙ্ক ব্যান্ড। ব্যান্ডটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান গায়ক ও গিটারিস্ট লি পেং, বেইস বাদক ও হারমোনাইজার থিয়ান চিয়ানহুয়া এবং ড্রামার ও হারমোনাইজার ইয়ে চিংইং- এ তিনজনকে নিয়ে গঠিত ব্যান্ডটি। ১৯৯৮ সাল থেকে ব্যান্ডটি SCREAM CLUB স্ক্রিম ক্লাবে গান গাইতে শুরু করে এবং ১৯৯৯ সালে স্ক্রিম রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ২০০০ সালে ব্যান্ডটির একক গান ‘স্ক্রিম ক্লাব’ শহুরে যুব চলচ্চিত্র ‘আমি বেইজিংকে ভালোবাসি’র একটি গান হিসাবে নির্বাচিত হয়। একই বছর ব্যান্ডটি চীনের প্রথম পাঙ্ক রক ব্যান্ড হিসাবে যুক্তরাষ্ট্রের ৭টি শহরে ১৮টি ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।

 

২০০২ সালের জুলাই মাসে ‘রিক্লেক্টর’ তাদের প্রথম অ্যালবাম ‘রিক্লেক্টর’ প্রকাশ করে। এতে মোট ১৫টি গান অন্তর্ভূক্ত করা হয়। ২০০৩ সালের নভেম্বরে তাদের একক গান Return My Skyblue ‘রিটার্ন মাই স্কাইব্লু’ CHINA ENVIRONMENTAL PROTECTION FOUNDATION,CEPF  চায়না এনভায়রনমেন্টাল প্রোটেকশন ফাউন্ডেশনের পরিবেশ সংরক্ষণ শীর্ষক অ্যালবামে অন্তর্ভূক্ত করা হয়। ২০০৪ সালের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যান্ডটি তাদের প্রথম চীনে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। 

২০০৬ সালের ডিসেম্বরে ‘রিক্লেক্টর’ আনুষ্ঠানিকভাবে পাইলট রেকর্ডস লিমিটেডে যোগ দেয়। ২০০৭ সালের অক্টোবরে দলটি তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক অ্যালবাম ‘বৃদ্ধির মুহূর্ত’ প্রকাশ করে। শিরোনামের গানসহ এতে মোট ১১টি গান অন্তর্ভূক্ত করা হয়। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তারা ‘বৃদ্ধির মুহূর্ত’ নামে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। শাংহাই ও ছেংদুসহ চীনের ৬টি শহরে তারা সঙ্গীত পরিবেশন করে। বন্ধুরা, এখন আমি আপনাদের শোনাতে চাই ‘বৃদ্ধির মুহূর্ত’ অ্যালবামের শিরোনামের গানটি। তারপরই শোনাব অ্যালবামে অন্য একটি গান। গানের শিরোনাম ‘শুভরাত্র, বেইজিং’। 

 

২০০৮ সালের অক্টোবর ও নভেম্বর ‘রিক্লেক্টর’ সি’আন ও খুনমিংসহ চীনের দশটি শহরে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। ২০১০ সালের এপ্রিলে তারা তৃতীয় অ্যালবাম ‘নিজেকে মুক্ত কর’ প্রকাশ করে। অ্যালবামের শিরোনামের গানসহ এতে ছয়টি গান অন্তর্ভূক্ত করা হয়। একই বছর ব্যান্ডটি একই নামে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। ২০১১ সালের জানুয়ারিতে অ্যালবামটি দ্বিতীয় MIDI AWARDS মিডি অ্যাওয়ার্ডসে বছরের সেরা রক অ্যালবাম হিসাবে পুরষ্কার জিতে। 

২০১৬ সালের আগস্টে ব্যান্ডটি কার্টুন চলচ্চিত্রের জন্য ‘তোমার কাছে আসলাম’ শীর্ষক গান গায়। ২০১৭ সালের জানুয়ারি থেকে দলটি প্রতিষ্ঠার ২০তম বার্ষিক উপলক্ষ্যে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন শুরু করে। এবার তারা মোট ৩৭টি শহরে পরিবেশন করে। ফেব্রুয়ারিতে পাইলট রেকর্ডস লিমিটেডের সাথে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়। এপ্রিল মাসে তারা নিজেদের নামে স্টুডিও প্রতিষ্ঠা করে। 

 

আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদেরকে ব্যান্ডটির আরেকটি গান শোনাতে চাই। গানের শিরোনাম ‘কেউ তোমাকে পাত্তা দেয় না’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।

(প্রেমা/রহমান)