‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৪০
2023-10-18 23:02:26

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।        

১. ভিশন চায়নায় ফোকাস করার জন্য বিআরআইতে তরুণদের মুখ্য ভূমিকা

 

"তরুণ প্রজন্ম : বিআরআইয়ের ভবিষ্যতকে শক্তিশালী করে"  এই থিমে চিয়াংসু প্রদেশের থাংছাংয়ে ভিশন চায়না ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই আয়োজনে যুব ক্ষমতায়ন এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে তরুণ পেশাদারদের সম্ভাব্য অবদান তুলে ধরা হয়েছে। 

"তরুণ প্রজন্ম : বিআরআইয়ের ভবিষ্যতকে শক্তিশালী করে"  এই থিমে সম্প্রতি অনুষ্ঠিত ভিশন চায়না বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে। তরুণ ব্যবসায়ী, ডাক্তার, পণ্ডিত, মিডিয়া পেশাদার এবং বেল্ট অ্যান্ড রোড দেশগুলোর ক্রীড়াবিদরা এই উদ্যোগের ভবিষ্যত গতিপথ তৈরি করতে পারে। এমন তথ্য উঠে আসে। 

 

চায়না ডেইলি, কমিউনিস্ট পার্টি অব চায়না চিয়াংসু প্রাদেশিক কমিটির প্রচার বিভাগ এবং সুচৌ মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল তরুণ বা যুবকদের মধ্যে সম্মিলিত পদক্ষেপ এবং সহযোগিতাকে অনুপ্রাণিত করা।  

অংশগ্রহণকারীরা, বিআরআইয়ের সঙ্গে জড়িত বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেন, উদ্ভাবনী ধারণা তৈরি করার এবং আন্তঃ-সাংস্কৃতিক বোঝাপড়াকে উৎসাহিত করার উপায়গুলো খুঁজে বের করেন।   

 


এক দশকে বেল্ট অ্যান্ড রোড নির্মাণের অর্জনগুলো স্পষ্ট বলে জানান চায়না ডেইলির প্রকাশক ও প্রধান সম্পাদক ছি ইয়িংফু।   

‘আন্তর্জাতিক সহযোগিতার বৃহত্তম প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বিআরআই। আন্তর্জাতিকভাবে সাধারণ মানুষের জন্য করে দেয়া সুযোগ সুবিধা এটাকে সবচেয়ে জনপ্রিয় পর্যায়ে পৌঁছে দিয়েছে’।

"চায়না ডেইলি পারস্পরিক বোঝাপড়া বাড়াতে, বন্ধুত্বকে আরও গভীর করতে এবং একসাথে বেড়ে উঠতে গ্লোবাল জেনারেশন জেডকে উত্সাহিত করার চেষ্টা করছে।"

"আমরা আশা করি যে নতুন যুগে বিশ্বের তরুণরা তাদের শক্তি প্রকাশ করবে, তাদের জীবনীশক্তি প্রদর্শন করবে এবং তাদের শক্তি সংগ্রহ করবে।"

 

বিভিন্ন দেশের তরুণদের অনুপ্রেরণা দিতে সিপিসি চিয়াংসু প্রাদেশিক স্থায়ী কমিটির সদস্য এবং প্রাদেশিক প্রচার বিভাগের প্রধান ছাং আইচুন তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক যোগাযোগে সক্রিয়ভাবে জড়িত হতে, বৈচিত্র্যময় এবং তারুণ্যময় উপায়ে চীনের গল্প বলার জন্য উত্সাহিত করেন।

 

উদ্যোগটি তার ১০ম বার্ষিকী উদযাপন করে, প্রতিভা লালন, জ্ঞানের আদান-প্রদানের সুবিধা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির উপর ফোকাসসহ, ভিশন চায়না বেল্ট এন্ড রোড এর প্রচারের জন্য আরেকটি প্ল্যাটফর্ম প্রদান করে। 


প্রতিবেদক: রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদক : মাহমুদ হাশিম   


২. বাংলাদেশি শিক্ষার্থী মো. সোহেল রানা 

চীনের হুবেই প্রদেশের ইয়াংজি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলোজির উপরে স্নাতকোত্তর করেছেন তিনি। বর্তমানে গবেষণা করছেন ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করে তাৎক্ষণিক স্বয়ংক্রিয় মুখমণ্ডল শনাক্তকরণ ও জেন্ডার শ্রেণীবিভাগ নিয়ে।  

 

এর আগে তিনি মালয়শিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেছেন। মো. সোহেল রানাকে আমরা এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি। তিনি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়ে তার শিক্ষা, অভিজ্ঞতা ও নানা বিষয় শেয়ার করেছেন। 


বাংলাদেশে গতবাধা শিক্ষাব্যবস্থার পরিবর্তে বাস্তবধর্মী, জীবনমুখী এবং প্রায়োগিক শিক্ষা ব্যবস্থা চালু করলে বেকারত্বের হার কমানো সম্ভব বলে মনে করেন সোহেল। পাশাপাশি তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলা খুব জরুরী বলেও মনে করেন এই শিক্ষার্থী।

 


সাক্ষাৎকার গ্রহণ: রওজায়ে জাবিদা ঐশী



আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। 


পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী 

অডিও সম্পাদনা: রফিক বিপুল

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী