‘তোমাকে ভালোবাসা আমার স্বপ্ন’
2023-10-18 18:08:09

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ সিন-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লিউ সিন, ১৯৮৭ সালের ২৬ অগাস্ট চীনের লিয়াও নিং প্রদেশের আন সান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী।

২০০৬ সালে লিউ সিন চীনের শাংহাই টেলিভিশনের কণ্ঠশিল্পীর প্রতিযোগিতা ‘আই শো’তে অংশগ্রহণ করেন। তিনি এই প্রতিযোগিতায় ৩২তম স্থান লাভ করেন।

২০০৭ সালে নিজের সঙ্গীতের স্বপ্ন পূরণের জন্য লিউ সিন চীনের হু নান টেলিভিশনের ‘সুপার বয়’ নামের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নেন। তবে তিনি সেই প্রতিযোগিতায় ব্যর্থ হন।

২০০৯ সালে লিউ সিন ‘সঙ্গীত ওয়ান’ নামের প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজস্ব রচিত গান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন। ২০১০ সালে লিউ সিন আবারও হু নান টেলিভিশনের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতা ‘সুপার বয়’তে অংশ নেন।

বন্ধুরা, এখন শুনুন লিউ সিনের কণ্ঠে ‘তোমাকে ভালোবাসা আমার স্বপ্ন’ নামে গানটি। গানের কথাগুলো এমন:  বিদায়ের পর মেজাজ অনেক খারাপ হয়। একজন অপেক্ষা করি। তোমাকে আবার দেখতে চাই। অনেক দিন পর কিন্তু তোমার কথা মিস করি। যদি পরে, আমরা পরস্পরকে ভুলে যাই। তবুও তোমাকে ভালোবাসা আমার স্বপ্ন হয়। তবে সুখের পাখা, কিভাবে প্রেমের সমুদ্র পার করি। ঝড়বৃষ্টিতে স্বপ্ন হারিয়ে যায়। ধন্যবাদ, তুমি আমার সঙ্গে এত সুন্দর সময় কাটিয়েছো। যদি এখন আমরা আবার দেখা করতে পারি, তাহলে কেমন অবস্থা হবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিউ সিনের গান ‘তোমাদের জন্য’। গানের কথায় বলা হয়, সে তোমার স্বামী হবে। আজ থেকে সে তোমার জীবনের সঙ্গী হবে। তার সব কিছু তোমার সঙ্গে জড়িত। সে তোমার স্ত্রী হবে। তুমি সারা জীবন দিয়ে তার যত্ন নেবে। নিশ্চয় বিশেষ সম্পর্ক থাকে, এভাবে একই পরিবারের হতে পারে। আজ থেকে আর একা হবে না। সবসময় দু’জনের কথা বিবেচেনা করতে হয়।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লিউ সিনের গান ‘বৃষ্টির পর’। গানের কথায় বলা হয়, বৃষ্টির পর বুঝতে পেরেছি, আমাদের প্রেমের ফলাফল। এক বছর পর আবার দেখা হল, আবার তোমার জন্য মুগ্ধ হই। জানি না, আমাদের গল্প অব্যাহত থাকবে কি না। স্মৃতি শূন্য হতে যাচ্ছে। অবশেষে, অবশেষে, হাত ধরতে পারি নি।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ সিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)