‘বাতাসের চিঠি’
2023-10-17 18:41:16

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চিন ওয়েন ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চিন ওয়েন ছি ছোটবেলা থেকে পিয়ানো শিখতেন। স্কুলে লেখাপড়ার সময় মিউজিক ম্যাগাজিনের বিশেষ লেখক হন তিনি। স্নাতকের পর তিনি পপ মিউজিক রচনার চেষ্টা করেন। একবার তাঁর রচিত গান একটি মিউজিক কোম্পানির পছন্দ হয়। তারপর তিনি আনুষ্ঠানিকভাবে গীতিকার হওয়ার পথে পা রাখেন।

 

২০১৪ সালে চিন ওয়েন ছি ‘বেইজিংয়ের প্রেমের গল্প’ চলচ্চিত্রের জন্য থিম সং ‘সময় চুরি’ গানটি রচনা করেন এবং তাতে কণ্ঠ দেন। এর মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১৫ সালে চিন ওয়েন ছি প্রথম অ্যালবাম ‘নিখুঁত বিশ্ব’ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে গীতিকার থেকে কণ্ঠশিল্পী হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন চিন ওয়েন ছি’র কণ্ঠে ‘বাতাসের চিঠি’ নামে গানটি। গানের কথাগুলো এমন: পাহাড় থেকে চলে আসে, আকাশ থেকে চলে আসে। কেন বাতাসের মধ্যে স্নেহশীল স্বপ্ন থাকে। নিশ্চয় তুমি, তোমার মিষ্টি কথা বাতাসকে দিয়ে আমি পেয়েছি। তোমাকে ভালোবাসা, সাহস লাগে। ভবিষ্যতের জন্য একটি সিদ্ধান্ত দাও। আমি শুধু চাই, তোমাকে শেষ পর্যন্ত ভালোবাসবো। বাতাস বইছে, মানুষের ভিড় আসছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন চিন ওয়েন ছি’র গান ‘এত বেশি’। গানের কথাগুলো এমন: তোমার মনে আছে সারা বিশ্ব। পুরো বিশ্ব তোমার কারণে উষ্ণ হয়েছে। তুমি স্বপ্নে থাকো। প্রতিটি রাত উজ্জ্বল হয়ে ওঠে। সেদিনের বৃষ্টি, থেমে গেছে। এত বেশি কথা বলতে চাই, এত বেশি কথা বলা হয় নি। এত বেশি প্রেম তোমাকে দিতে চাই। এত বেশি স্বপ্ন আমাদের জন্য অপেক্ষা করে। অনেক স্বপ্ন তোমার সঙ্গে তৈরি করতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চিন ওয়েন ছি’র গান ‘আমাকে তোমার ভালোবাসা দাও’। গানের কথাগুলো এমন: তুমি যেন বাতাসের মত আমার মাথায় আসে। কেন তোমাকে এত মিস করি, তবে বলতে পারি না। আমি চাই, সে আমার হৃদয় দখল করুক, তবে কেন তোমার মুখ সবসময় চোখের সামনে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো চিন ওয়েন ছি’র আরেকটি গান, গানের নাম ‘কে’, আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ ওয়েন চেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)