‘বেল্ট এন্ড রোড’ এর দশম বার্ষিকী: পর্যালোচনা ও নতুন যাত্রা
2023-10-17 17:08:16

একটি উদ্যোগ ১০ বছরে একটি দেশের জন্য কী কী আনতে পারে? ১৭ ও ১৮ অক্টোবর চলমান তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামটি লোকেদের পর্যালোচনা ও ভবিষ্যতের আশা সৃষ্টির সুযোগ দিয়েছে।

১০ অক্টোবর বাংলাদেশে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের প্রথম অংশটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। তাতে ৮০ মিলিয়ন মানুষ সরাসরি উপকৃত হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ১.২৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেলটি দক্ষিণ এশিয়ার প্রথম পানির নিচের টানেল। সম্পূর্ণ হওয়ার পরে আগে ৪-ঘন্টার পথ এখন ২০ মিনিটে সম্পন্ন হবে। কিছুদিন আগে, ঢাকা বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (প্রথম পর্যায়) চালু হয়েছে। এতে চীনা কোম্পানিগুলি বিনিয়োগ, নির্মাণ এবং পরিচালনায় অংশগ্রহণ করেছে। এটি বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং দেশের সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত অবকাঠামো প্রকল্পগুলির মধ্যে একটি। পদ্মা পানি পরিশোধন কেন্দ্র ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আরেকটি প্রকল্প। এই প্রকল্পটি ৪ মিলিয়ন মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবে।