বিআরআই’র আওতায় জ্বালানি সহযোগিতা সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য সুফল বয়ে এনেছে
2023-10-16 11:31:28

ল্যানছাং-মেকং অঞ্চলে চীনের জ্বালানি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যুৎ সহযোগিতা প্রকল্প ‘সবুজ পথে’ প্রবেশ করছে। জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, ফটোভোলটাইক শক্তি ও বিদ্যুৎ নেটওয়াক নির্মাণসহ বেশ কিছু ক্ষেত্র অন্তর্ভূক্ত হয়েছে এ প্রকল্পে, যা আঞ্চলিক উন্নয়নের জন্য সবুজ চালিকাশক্তি যোগানোর পাশাপাশি স্থানীয় জনগণের জীবন ‘আলোকিত’ করছে।

জ্বালানি সহযোগিতা হচ্ছে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দশ বছর ধরে চীন যৌথ আলোচনা, নির্মাণ ও ভাগাভাগির মৌলিক নীতিতে অবিচল রয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ কাঠামোয় জ্বালানি সহযোগিতা জোরদার করছে এবং বাস্তব সাফল্য অর্জন করেছে।

‘বেল্ট অ্যান্ড রোড’ জ্বালানি সহযোগিতার ‘বন্ধু চক্র’ অনবরত সম্প্রসারিত হচ্ছে। দু’বার ‘বেল্ট অ্যান্ড রোড’ জ্বালানিমন্ত্রী সম্মেলন এবং তিনবার ‘বেল্ট অ্যান্ড রোড’ জ্বালানি অংশীদারিত্ব ফোরাম অনুষ্ঠিত হয়েছে। ‘বেল্ট অ্যান্ড রোড’ জ্বালানি অংশীদারিত্বে সদস্য দেশের সংখ্যা ৩৩-শে দাঁড়িয়েছে। এপেক টেকসই জ্বালানি কেন্দ্র এবং চীন-আসিয়ান দূষণমুক্ত সহযোগিতা কেন্দ্রসহ ৬টি আঞ্চলিক জ্বালানি সহযোগিতা প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। সংশ্লিষ্ট দেশ ও অঞ্চল জ্বালানি ক্ষেত্রে অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বেগবান করেছে।

বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। যেমন রাশিয়ার ইয়ামালো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্প, ব্রাজিলের বেলো মন্টে ±৮০০ কেভি ইউএইচভি ডিসি ট্রান্সমিশন প্রকল্প এবং পাকিস্তানের করোট জলবিদ্যুৎ কেন্দ্র। এসব প্রকল্প সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি সরবরাহ স্থিতিশীল করা, জ্বালানি কাঠামো সুবিন্যস্ত করা এবং প্রযুক্তিগত উদ্ভাবন ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।

বিশ্বব্যাপী জ্বালানিকে সবুজ নিম্নকার্বনে রূপান্তর বেগবান করা, ব্যাপকভাবে নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতা চালানো এবং যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ বেগবান করা হচ্ছে ‘বেল্ট অ্যান্ড রোড’ জ্বালানি সহযোগিতার একটি উজ্জ্বল বিষয়।

গত দশ বছরে চীন ইথিওপিয়ার এডামা বায়ুবিদ্যুৎ প্রকল্প থেকে আর্জেন্টিনার গাউছারী ফটোভোলটাইক পাওয়ার স্টেশন কিংবা মন্টেনেগ্রোর মোজুলা বায়ুবিদ্যুৎ প্রকল্প পর্যন্ত অসংখ্য প্রকল্পের মাধ্যমে অগ্রণী প্রযুক্তি ভাগাভাগি করেছে এবং বেশ কয়েকটি দূষণমুক্ত, উচ্চকার্যকারিতা ও উন্নতমানের সবুজ জ্বালানি সহযোগিতামূলক প্রকল্প নির্মাণ করেছে। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর জ্বালানির সবুজ নিম্ন-কার্বন উন্নয়নের জন্য শক্তিশালী সমর্থন যুগিয়েছে।

জানা গেছে, ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ’ উত্থাপনের পর গত দশ বছরে চীন শতাধিক দেশ ও অঞ্চলের সঙ্গে সবুজ জ্বালানি প্রকল্প সহযোগিতা চালিয়েছে। ‘বেল্ট অ্যান্ড রোড’-সংশ্লিষ্ট দেশগুলোতে সবুজ নিম্ন-কার্বন জ্বালানি খাতে চীনের বিনিয়োগ প্রথাগত জ্বালানিকে অতিক্রম করেছে।

চীনের জাতীয় জ্বালানি ব্যুরোর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘বেল্ট অ্যান্ড রোড’ জ্বালানি সহযোগিতা বিশ্ব অর্থনৈতিক সমৃদ্ধি এবং সমাজ উন্নয়ন বেগবান করার ক্ষেত্রে নতুন চালিকাশক্তি যুগিয়েছে, বিশ্ব জ্বালানি প্রশাসন ব্যবস্থার সংস্কার জোরদার করার ক্ষেত্রে নতুন পরিকল্পনা সরবরাহ করেছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সুখ বৃদ্ধিতে অবদান রেখেছে। ভবিষ্যতে চীন বিভিন্ন পক্ষের জন্য উচ্চ-মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ জ্বালানি সহযোগিতা শক্তিশালী করার মধ্য দিয়ে আরও ঘনিষ্ঠ, আরও সবুজ ও আরও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে। (প্রেমা/রহমান)