চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল আছে: সিআরআই সম্পাদকীয়
2023-10-14 20:04:14

অক্টোবর ১৪: ষষ্ঠ চীন আন্তজাতিক আমদানি মেলা আসছে। মানুষ এ মেলা থেকে অনেককিছুই প্রতাশ্যা করছে। মেলাটি চীনের বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে নতুন প্রাণশক্তি যোগাবে বলে আশা করা হচ্ছে। 


আসলে, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে, জটিল বৈশ্বিক পরিবেশ ও অভ্যন্তরীণ একাধিক সমস্যা মোকাবিলা করে, চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল ও সুষ্ঠু অবস্থায় রয়েছে। ১৩ অক্টোবর চীনের সরকার প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ৩০.৮ ট্রিলিয়ন ইউয়ান ছিল। এর মধ্যে, চলতি বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে আমদানি-রপ্তানি ছিল যথাক্রমে ৯.৭২ ট্রিলিয়ন, ১০.২৯ ট্রিলিয়ন, ও ১০.৭৯ ট্রিলিয়ন ইউয়ান। এর মধ্যে, সেপ্টেম্বর মাসের আমদানি ও রপ্তানির পরিমাণও বছরের একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, চীনের বাণিজ্যের কাঠামোগত উন্নয়নও সাধিত হচ্ছে। 


চলতি বছর, বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রাণশক্তির অভাব; বিশ্বের বাণিজ্য-উন্নয়নও একাধিক চাপের সম্মুখীন। এ প্রেক্ষাপটে, চীনের বৈদেশিক বাণিজ্যে সুষ্ঠু প্রবণতা বজায় থাকা সহজ ছিল না। কিন্তু বাস্তবে চীনের বৈদেশিক বাণিজ্য ঐতিহ্যবাহী সুবিধা মজবুত করেছে এবং নতুন প্রাণশক্তি প্রদর্শন করছে। 


বিশ্লেষকরা জানান, চীনের বড় বাজার ও দীর্ঘমেয়াদী শিল্পের সুবিধা দেশের বৈদেশিক বাণিজ্যের জন্য মজবুত ভিত্তি সৃষ্টি করেছে। আমদানির দিক থেকে দেখলে, চীনের আমদানির পরিমাণ ইতোমধ্যে একটানা ৮ মাস ধরে বেড়েছে। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে আমদানির পরিমাণ ২.৬ শতাংশ বেড়েছে। রপ্তানির দিক থেকে দেখলে, দেশের একাধিক উন্নত রপ্তানি শিল্পে উন্নয়ন অব্যাহত আছে। 


পাশাপাশি, চীন অব্যাহতভাবে উচ্চমানের উন্মুক্তকরণ এগিয়ে নিচ্ছে। তা-ও বৈদেশিক বাণিজ্য উন্নয়নের জন্য সহায়ক। চলতি বছর হচ্ছে বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে এই উদ্যোগসংশ্লিষ্ট  দেশগুলোর সাথে চীনের আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল ১৪.৩২ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩.১ শতাংশ বেশি। 


চীনের অর্থনীতি সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। এক্ষেত্রে সরকারের নেওয়া ধারাবাহিক নীতি ইতিবাচক ভূমিকা রাখছে। এ প্রেক্ষাপটে, চীনের আমাদনি ও রপ্তানির অবস্থা আরও বেশি মজবুত হবে বলে অনুমান করা হচ্ছে, যা বিশ্বের বাণিজ্যের জন্যও স্থিতিশীল শক্তি যোগাবে। (আকাশ/আলিম/ফেইফেই)