চলতি বছর “বেল্ট এন্ড রোড’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। বিগত দশ বছরে এ উদ্যোগ একটি দূরদর্শী রোডম্যাপ থেকে আজকের বিভিন্ন জনকল্যাণমূলক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা প্রকল্পে পরিণত হয়েছে। এ উদ্যোগ মানুষের অভিন্ন কল্যাণের সমাজ বাস্তবায়নের একটি কার্যকর পদ্ধতি। এ উদ্যোগের আওতায় চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার কী কী ফলাফল হয়েছে? গত দশ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণ করে এ সহযোগিতা আরো সমৃদ্ধ গড়ে তোলার জন্য ভবিষ্যতে আমাদের কোন কোন ক্ষেত্রে নজর রাখা উচিত? আজকের অনুষ্ঠানে এসব বিষয় নিয়ে আলাপ করব অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বর্তমানে বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র বিশিষ্ট গবেষক এবং সাবেক নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশের ষষ্ঠ ও সপ্তম পাঁচসালা পরিকল্পনার অর্থনৈতিক বিশেষজ্ঞদলের সদস্য এবং জাতীয় দ্বিতীয় দীর্ঘকালীন পরিকল্পনার (২০২১-২০৪১) বিশেষজ্ঞদলের সদস্য। চলুন, আলাপ করি অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সাথে।