বাই চুগাং
2023-10-11 11:04:31

বাই চুগাং ১৯৯৪ সালের ২ নভেম্বর চীনের সিছুয়ান প্রদেশের মিয়ানইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূলখণ্ডের একজন গায়ক এবং টিভি ও চলচ্চিত্র অভিনেতা।

 

২০১৩ সালে তিনি হুনান টিভির ট্যালেন্ট শো বিনোদন অনুষ্ঠানে অংশ নিয়ে সারা দেশে রানার আপ হয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন। তারপর তিনি একক মৌলিক গান ‘ভাঙ্গা নৌকায় বাড়ি যাই’ প্রকাশ করেন। একই বছর তিনি ষষ্ঠ শীর্ষ চীনা সঙ্গীত চার্ট ‘যুগান্তকারী নতুন শিল্পী পুরস্কার’ অনুষ্ঠানে বছরের সম্ভাব্য নতুন প্রতিভা হিসাবে পুরস্কার জেতেন।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় বর্ষ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিখতে শুরু করেন। তিনি মাঝেমাঝে বারে গান গাওয়ার মাধ্যমে পরিবারকে সহায়তা দেন। সিচুয়ান নরমাল ইউনিভার্সিটির সংগীত বিভাগে লেখাপড়ার সময় তিনি কেবল অনেকবার বৃত্তিই পাননি, গিটার, ড্রাম সেট ও মিডি শেখেন নিজে নিজে। ২০১৪ সালের ১৭ মার্চ তিনি প্রকাশ করেন শিল্পী ছেন খুনের সঙ্গে গাওয়া দ্বৈতকণ্ঠের গান ‘যুদ্ধ’। গানটি একটি অনলাইন গেমসের থিমসং। 

 

বাই চুগাংয়ের জন্য ২০১৪ সালটি ছিল খুব ব্যস্ত কিন্তু সমৃদ্ধ একটি বছর। তিনি পরপর চলচ্চিত্র, আউটডোর রিয়েলিটি শো, মিনি হাস্যরসাত্মক নাটক এবং হাস্যরসাত্মক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১ নভেম্বরে অনলাইন প্ল্যাটফর্ম — আইছিই-এ প্রকাশিত হয় তার হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘তরুণ প্রাপ্তবয়স্ক-২’, যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ চলচ্চিত্রের থিমসংও গেয়েছেন তিনি। 

২০১৫ সালের ৮ জুলাই বাই চুগাং তাঁর প্রথম একক অ্যালবাম ‘তরুণ মিস্টার হোয়াইট’ প্রকাশ করেন। অ্যালবামে অন্তর্ভূক্ত দশটি গানই তাঁর নিজের মৌলিক সৃষ্টি। একই বছরের ২৫ জুলাই তিনি শোবিজে প্রবেশ করার পর তার প্রথম একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন।

 

২০১৬ সালের ৬ জুলাই তিনি নিং হুয়ানইয়ু ও শিয়ে বিনবিনসহ বেশ কয়েকজন গায়কের সঙ্গে রিও অলিম্পিক গেমসের জন্য গান ‘চিরন্তন বিশ্বাস’ প্রকাশ করেন। একই বছরের ১ সেপ্টেম্বর তিনি ইয়ু থিয়ান নামক গায়কের সঙ্গে ‘একটা আবেগপূর্ণ গান’ গান। এটি ইন্টারনেট নাটক ‘সুপার স্টার একাডেমি’র থিমসংও। 

 

আজকের অনুষ্ঠানের শেষ দিকে আমি আপনাদেরকে বাই চুগাংয়ের আরেকটি গান শোনাতে চাই। গানের শিরোনাম ‘স্বপ্নবালক’।

 

(প্রেমা/রহমান)