‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৩৯
2023-10-11 19:55:58

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।        

১. চীন সফর করেছে বাংলাদেশের যুবপ্রতিনিধি দল

সম্প্রতি ২১ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধিদলের চীন সফরের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। এই সফরে প্রতিনিধি দলটিকে ইয়ুননান প্রদেশে নেয়া হয়। দূতাবাস সূত্র থেকে এই তথ্য জানা যায়।  

 

ইয়ুননান প্রাদেশিক জনগণের সরকারের পররাষ্ট্র বিষয়ক কার্যালয় এবং কমিউনিস্ট যুব লীগের ইয়ুননান প্রাদেশিক কমিটি কর্তৃক আয়োজিত "ইয়ুননান-বাংলাদেশ যুব বিনিময় সিম্পোজিয়ামে" যোগদান করে প্রতিনিধি দলটি।  

সেখানে চীনের তরুণদের সঙ্গে বাংলাদেশের তরুণদের সাক্ষাৎকার হয় এবং দুই দেশের  তরুণদের মধ্যে  গভীরভাবে আলোচনা ও মতবিনিময় হয়। চীন-বাংলাদেশ বন্ধুত্ব এবং চীন-বাংলাদেশ সহযোগিতার ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তারা।

 

প্রতিনিধি দলটি ইয়ুননান প্রদেশের সিশুয়াং বান্না প্রিফেকচার এবং রাজধানী কুনমিং সিটি ভ্রমণ করেন। এসময়  স্থানীয় তরুণদের সাথে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের বিস্তৃত পরিসরের একটি ধারাবাহিক বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

প্রতিবেদক: রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদক : মাহমুদ হাশিম  

 

২. বাংলাদেশ-চীন বন্ধুত্বের বার্তা শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে‘স্বপ্নের দেশ চীন’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

এই ছোট্ট শিশুরা চীন ও বাংলাদেশকে তাদের হৃদয়ে ধারণ করে মানেই ভবিষ্যতে তারা বড় হয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সেতু এবং বন্ধুত্বের দূত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউয়ে লি ওয়েন। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘ড্রিমল্যান্ড চায়না’ শিরোনামে ‘চিলড্রেন আর্ট কম্পিটিশন ২০২৩’ এ অংশ নিয়ে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আজকের শিশু আগামী দিনকে প্রতিনিধিত্ব করে, ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে।

 

'প্রতিটা শিক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবক আসছেন। তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত হচ্ছে। এতো মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে এটি আসলেই গুরুত্ব রাখে।’ 

 

ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে এবং উভয়ের মধ্যে বোঝাপড়া বাড়াতে আরও এ ধরণের ইভেন্টের আয়োজনের কথা জানান তিনি।

'আপনারা জানেন, এ বছর বাংলাদেশের মেয়ে আলিফা চীনের চিঠির জবাব দিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং। আসলে, আমাদের নেতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন।'      

চলতি বছর শিশু কিশোর এবং তরুণদের নিয়ে চীনা দূতাবাসের আরও বেশ কিছু পরিকল্পনা আছে বলেও জানান তিনি। 

ঢাকাস্থ চীনা দূতাবাস, চায়না মিডিয়া গ্রুপ- সিএমজির বাংলা বিভাগের ঢাকা ব্যুরো এবং শিল্পকলা একাডেমির যৌথ সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার।

শিশুদেরকে চীন সম্পর্কে জানাতে এবং একটি নতুন দেশ সম্পর্কে জানার আগ্রহ তৈরি করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলম রানা। পরবর্তীতে তরুণ আঁকিয়েদের নিয়েও তাদের পরিকল্পনার কথা জানান তিনি।  

 

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২২তম এই আসরে চারটি গ্রুপে ৫ শ’র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে।

 

প্রতিবেদক: রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদক : মাহমুদ হাশিম  

 

৩.  এশিয়াডে তরুণদের জয়গান

 

পিপলস রিপাবলিক অব চায়না বা (পিআরসি)’র হাংচৌতে ১৯তম এশিয়ান গেমস শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতায় পদক তালিকায় একেবারে ধরাছোঁয়ার বাইরে ছিল স্বাগতিক চীন। দেশটি গেমসের ইতিহাসে প্রথমবারের মতো ২০১ স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছে। এর পেছনের মূল কারিগর অবশ্য দেশটির তরুণ অ্যাথলেটরা। পুরো আসরেই ইভেন্ট কিংবা ইভেন্টের বাইরে দেশটির হাজার তরুণরা মাতিয়েছেন ১৯তম হাংচৌ এশিয়ান গেমস।

 

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এশিয়ান গেমস শুরু হয়। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার ৪৫টি সদস্য দেশ থেকে ১২ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। এবারের এশিয়ান গেমসে মোট ৪৮১টি ইভেন্টে প্রতিযোগিরা প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া হাংচৌ এশিয়াডে প্রথমবারের মতো স্পোর্টিং ইভেন্ট হিসেবে যুক্ত করা হয় ব্রেকড্যান্সিং।

 

গেমসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার পেয়েছেন চীনা সাঁতারু চাং ইয়ুফেই এবং ছিন হাই ইয়াং। পঁচিশ বছর বয়সী অলিম্পিক চ্যাম্পিয়ন চাং এশিয়াডে ছয়টি স্বর্ণপদক এবং ২৪ বছর বয়সী বিশ্ব চ্যাম্পিয়ন ছিন তার দ্বিতীয় এশিয়াডে পাঁচটি স্বর্ণ ও একটি রৌপ্য জিতেছেন। প্রতিযোগিতায় চীনের সর্বোচ্চ স্বর্ণ ২৮টি আসে সাতার থেকে। এছাড়া ডাইভিং এর ১০টি ইভেন্টে ১০টি স্বর্ণসহ মোট ১৬টি পদক জয় করেছে আয়োজক দেশটি।

নারীদের টেবিল টেনিস ইভেন্টে জাপানকে হারিয়ে স্বর্ণপদক জয় করে চীন। দেশটির বিশ্ববিখ্যাত ২১ বছর বয়সী টেবিল টেনিস খেলোয়াড় সান ইংশা জাপানের হিনা হায়াতাকে ৩-১ সেটে পরাজিত করেন।  

 

চীনের হয়ে চ্যং ওয়েই থং ২০০তম সোনা জেতেন। এমন বিজয় অর্জন করে আনন্দিত বলে জানান তিনি।

 “আমি ইভেন্টের পরে জানতে পেরেছি আমার স্বর্ণপদকটি চীনের জন্য ২০০তম স্বর্ণ। তাই এটি একটি লাকি মেডেল। আমি চীনের জন্য এমন অবদান রাখতে পেরে আনন্দিত, তবে এই পদকটি আমার জন্য নয়, এটি আমাদের সকলের জন্য। যেহেতু আমরা একসঙ্গে কাজ করেছি।”

 

একইভাবে এশিয়ান গেমসে অ্যাথলেটিকসে ডমিনেট করেছে চীনা অ্যাথলেটরা। অ্যাথলেটের মোট ৩১টি স্বর্ণপদকের মধ্যে বিশটি জয় করেছে চীনা তরুণ-তরুণীরা। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে এশিয়ান গেমস রেকর্ড ২৫২ দশমিক ৭ পয়েন্ট নিযে স্বর্ণপদক জয় করেছেন ১৭ বছর বয়সী হুয়াং ইউথিং ।

 

এশিয়াডের ১৩তম দিনে চীনের কিশোরী সাঁতারু উ শুতং অভিষেকেই নারীদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে সোনা জিতে।

 

গেমসে সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে অংশগ্রহণ করেছেন জাপানের কুসাকি হিনানো। মাত্র ১৫ বছর বয়সেই এশিয়াডে স্কেটবোর্ডিং এ প্রতিদ্বন্দ্বীতা করেন তিনি। এশিয়াডের আগে তিনি কোনো বড় চ্যাম্পিয়নশিপে জাপানের প্রতিনিধিত্ব করেননি। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে অংশ নিতে ইতোমধ্যেই বাছাইপর্বের ইভেন্টে চতুর্থ স্থান অর্জন করেছে এই ক্রীড়াবিদ।

 

এদিকে এবারের এশিয়ান গেমসে প্রথমবারের মতো স্পোর্টস ইভেন্ট হিসেবে যুক্ত করা হয় ব্রেকড্যান্সিং, যা ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসেও অন্তর্ভূক্তির অপেক্ষায় রয়েছে। লিউ ছিং ইয়ি গেমসে নারীদের ব্রেকডান্সিং ইভেন্টে জাপানের অ্যামি ইউয়াসাকে ২-১ স্কোরে পরাজিত করে প্রথম স্বর্ণপদক অর্জন করেন। লিউ বিজয়ী হিসেবে প্যারিস অলিম্পিক গেমসে পারফর্ম করার জন্য যোগ্যতাও অর্জন করেছেন।

এ প্রসঙ্গে ১৭ বছর বয়সী লিউ বলেন,  “অলিম্পিকের টিকিট পাওয়া আমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। আশা করি, আমি প্যারিসে ভালো করতে পারব।”

 

এবারের এশিয়ান গেমসের ভেন্যুগুলোকে সুশৃঙ্খল ও ব্যবস্থাপনাসহ নানা কাজে অংশ নেন চীনের তরুণ স্বেচ্ছাসেবীরা।  

এশিয়ান গেমস কর্তৃপক্ষ জানায়, হাংচৌসহ মোট ৬টি শহরে শৃঙ্খলা ও ব্যবস্থাপনাসহ নানা কাজে অংশ নেন স্বেচ্ছাসেবী দল। সব মিলিয়ে এশিয়ান গেমসে কাজ করেন ৩৭ হাজার ৬শ’স্বেচ্ছাসেবী যাদের বেশিরভাগই শিক্ষার্থী।  

 

প্রতিবেদক : শুভ আনোয়ার

সম্পাদক : রওজায়ে জাবিদা ঐশী

 

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।

 

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: রফিক বিপুল

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী