‘তুমি আমার চোখ’
2023-10-11 13:41:26

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়াও হুয়াং ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সিয়াও হুয়াং ছি, ১৯৭৬ সালের ২২ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন পুরুষ শিল্পী। ১৫ বছর বয়সে চোখের অসুস্থতার জন্য তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।

 

১৯৯৯ সালে সিয়াও হুয়াং ছি তাইওয়ান প্রদেশের শ্রেষ্ঠ দশজন যুবকের পুরস্কার জিতে নেন। ২০০২ সালের ডিসেম্বর মাসে সিয়াও হুয়াং ছি’র প্রথম অ্যালবাম ‘তুমি আমার চোখ’ প্রকাশিত হয়। ২০০৭ সালের ডিসেম্বর মাসে তাঁর অ্যালবাম ‘সত্য অনুভূতির গান’ বাজারে আসে। পুরো অ্যালবামের ১২টি গান তাঁর নিজের রচিত।

 

বন্ধুরা, এখন শুনুন সিয়াও হুয়াং ছি’র গান ‘তুমি আমার চোখ’। গানের কথাগুলো এমন: যদি আমি দেখতে পেতাম, তাহলে সহজেই দিন ও রাতের ব্যবধান বুঝতে পারবো। সহজেই মানুষের ভিড়ে তোমার হাত ধরতে পারবো। যদি আমি দেখতে পেতাম, তাহলে আমি গাড়ি চালিয়ে চার দিকে ঘুরবো। পিছন দিক থেকে তোমাকে একটি আলিঙ্গন দিতে পারবো। যদি আমি দেখতে পেতাম, তাহলে জীবন একদম ভিন্ন হবে। হয়তো যেটা আমি চাই, যেটা আমি পছন্দ করি, সবই ভিন্ন হবে। চোখের সামনের কালো, কালো নয়, তোমার বলা সাদা, কেমন ধরনের সাদা। আমি তোমার দিকে তাকাই, শুধু অন্ধকার দেখতে পারি।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন সিয়াও হুয়াং ছি’র গান ‘এত সহজ নয়’। গানের কথাগুলো এমন: এত সহজ নয়, পছন্দের মানুষ খোঁজা। এত সহজ নয়, শুধু একজনকে ভালোবাসা। একাই থাকতে পছন্দ করি না। তবে সময় লম্বা হলেও অভ্যস্ত হয়েছি। কোনো চিন্তা করার দরকার নেই। শুধুই নিজের আনন্দের জন্য কাজ করি। অন্যের কথা মনে রাখি না। নিজেই জীবনের সিদ্ধান্ত নেই। বেশি অনুভূতি অর্জনের দরকার নেই। সপ্তাহান্তের রাতে মোবাইল ফোন বন্ধ করি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন সিয়াও হুয়াং ছি’র গান ‘শুধুই সাহসী’। গানের কথাগুলো এমন: অনেক আগে বুঝেছি, একাই পছন্দ করি না। যদিও প্রেমে পরা খুব ঝামেলা। তবুও প্রেমের স্বাদ পেতে চাই। আমি শুধুই সাহসী হই, নিজেকে বন্ধ করবো না। যদিও নিরাপদ তবে অন্ধকার।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো সিয়াও হুয়াং ছি’র আরেকটি গান, গানের নাম ‘চুরি করা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়াও হুয়াং ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)