‘প্রেম কি রকমের’
2023-10-11 13:42:52

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ ওয়েন চেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লিউ ওয়েন চেং, ১৯৫২ সালের ১২ নভেম্বর চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেতা এবং উপস্থাপকও বটে।

 

১৯৭৫ সালে লিউ ওয়েন চেং সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। তিনি প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ দিয়ে পরিচিত হয়ে ওঠেন। সেই বছর তিনি প্রেমের চলচ্চিত্র ‘দরজার ভিতরে এবং বাইরে’-তে অভিনয় করে চলচ্চিত্র মহলেও পা রাখেন।

 

১৯৭৭ সালের সময় লিউ ওয়েন চেং টিভি সংগীত অনুষ্ঠান ‘লিউ ওয়েন চেং সময়’ উপস্থাপনা শুরু করেন। ১৯৮০ সালে লিউ ওয়েন চেং-এর গাওয়া গান ‘গ্রামের ছোট পথ’ তাঁর প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। ১৯৮১ সালে তাঁর গান ‘মার্চ মাসের হালকা বৃষ্টি’ অনেক জনপ্রিয় হয়।

 

বন্ধুরা, এখন শুনুন লিউ ওয়েন চেং-এর গান ‘প্রেম কি রকমের’। গানের কথাগুলো এমন: প্রেম কি রকমের। প্রেম যেন রোববারের সকাল। প্রেম কি রকম। প্রেম যেন কোলের বাতাস। প্রেম কেমন। প্রেম যেন বেগুনি রংয়ের স্বপ্ন। প্রেম কি রকমের। প্রেম যেন চোখ কথা বলছে। প্রেম আমার দুশ্চিন্তা দূর করে। প্রেম যেন একটি নৌকা, সমুদ্রের দিকে চলে।

আচ্ছা, শুনুন এই প্রেমের গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন লিউ ওয়েন চেং-এর গান ‘গ্রামের ছোট পথ’। গানের কথাগুলো এমন: গ্রামের ছোট পথে হাঁটছি। সূর্যাস্তে গরু আমার সঙ্গী। নীল আকাশ, সূর্য, আমাকে সাজিয়েছে। রঙিন মেঘ হল আকাশের পোশাক। শোনো, শিশুর গান ভেসে আসে। হাসি মুখে আছে। গ্রামের গান গাই, কোনো দুঃখময় রাতের বাতাসে বয়ে যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লিউ ওয়েন চেং-এর কণ্ঠে ‘হালকা বৃষ্টির স্মৃতি’। গানের কথায় বলা হয়, আমি সবসময় হালকা বৃষ্টিতে হাঁটি। হালকা বৃষ্টিতে খুঁজি। হালকা বৃষ্টি যেন একটি সুন্দর কবিতা, সবসময় মনে থাকে। মানুষহীন বৃষ্টিতে, আরো একাকী লাগে। তবে আমার মুখে কোনো অনুভূতি নাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেয়ার আগে আপনাদের শোনাবো লিউ ওয়েন চেং-এর আরেকটি গান, গানের নাম ‘ছোট মেয়ে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ ওয়েন চেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)