তিব্বতের গুজ রাজবংশের কথা
2023-10-11 16:26:15

জান্দা হল তিব্বতের এনগারি অঞ্চলের সংস্কৃতি ও ইতিহাসের একটি প্রতিনিধিত্বমূলক স্থান। এখানে একটি রহস্যময় ও কিংবদন্তিতুল্য শাংশুং রাজবংশ ছিল। গুজ রাজবংশ তিব্বত সাম্রাজ্য বা বোদ (Bod) প্রতিষ্ঠা করেছিল। সেই রাজবংশের রাজাই শাংশুং বংশধরদের পূর্বপুরুষ। গুজ রাজবংশ ছিল সেই সময়ে তিব্বতের সবচেয়ে সভ্য স্থানীয় সরকার। সেই রাজ্যের রাজধানীর ধ্বংসাবশেষ জান্দা জেলার জাবুরাং গ্রামে শতদ্রু নদীর তীরে অবস্থিত। এর উচ্চতা ১৬০ তলাবিশিষ্ট আধুনিক আকাশচুম্বী ভবনের সমতুল্য। ধ্বংসাবশেষের ভিতরে, ভবিষ্যত প্রজন্মের কাছে সবচেয়ে উজ্জ্বল মাস্টারপিস অবশিষ্ট রয়েছে—-গুজ প্রাচীরচিত্র। তার পাশে জান্দা জেলার থুওলিন থানার জাবুরাং গ্রাম। পর্যটকরা এখানে ভিড় করেন। এতে স্থানীয় গ্রামবাসীরা "ব্যবসার সুযোগ" দেখেন এবং একের পর এক পারিবারিক হোটেল চালু করতে থাকেন। সারি সারি তিব্বতি-শৈলীর পারিবারিক হোটেলগুলো সুসজ্জিত এবং পর্যটকদের প্রথম পছন্দ।

এই রহস্যময় ও মহান ভূমিতে রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও আকর্ষণীয় প্রাচীন ধ্বংসাবশেষ।এটি তিব্বতের এনগারি অঞ্চলের জান্দা জেলা। এখানে, ঐতিহ্যগত সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে এসেছে। এখানকার  ধর্মীয় বিশ্বাস ও  শৈল্পিক অভিব্যক্তি একে অপরের পরিপূরক।

জান্দা জেলার আশেপাশটি লম্বা মাটির বন দিয়ে বেষ্টিত। কয়েক শ মিলিয়ন বছর আগে, এই মাটির বনগুলো সমুদ্রের নিচে ছিল এবং প্রকৃতিতে আকাশ-পাতাল পরিবর্তনের পর এখনকার পরিণতি পেয়েছে।

জান্দা অঞ্চলের মধ্যেই গুজ রাজবংশের ধ্বংসাবশেষ রয়েছে। এটি একটি প্রাচীন ও রহস্যময় রাজবংশ। সাত শ বছর শাসন করার পর তা রাতারাতি ইতিহাস থেকে মুছে যায়।

ভিতরে প্রবেশ করলে, ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে যাওয়া সবচেয়ে উজ্জ্বল গুজ প্রাচীরচিত্রগুলি দেখে আমরা অবাক হই। মনে প্রশ্ন জাগে: কীভাবে এক লাখ গুজ মানুষ হঠাত করে অদৃশ্য হয়ে গেল?

এটা কল্পনা করা কঠিন যে, রাজকীয় শহরটি যে একটি দুর্দান্ত সভ্যতা প্রতিষ্ঠা করেছিল, তা এনগারি অঞ্চলের জান্দা জেলার মাটির বন দিয়ে বেষ্টিত একটি পাহাড়ের উপর গড়ে উঠেছিল। পাথরের সিঁড়ি দিয়ে ধাপে ধাপে হাঁটতে হাঁটতে পর্যটকরা অনেক বিস্ময় আবিষ্কার করতে পারেন। গুজ রাজবংশের ধ্বংসাবশেষের মাঝে দাঁড়িয়ে এই প্রাচীন রাজবংশের গৌরব ও দুঃখ যেন অনুভব করা যায়।

এই রহস্যময় রাজ্যের কিংবদন্তি, যা প্রতি বছর সারা বিশ্বের পর্যটকদের এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলোতে টেনে নিয়ে আসে, জান্দাকে পরিণত করেছে একটা আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে।