‘গোলকধাঁধা’
2023-10-09 15:37:39

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং রুও লিন’র কন্ঠে ‘গোলকধাঁধা’ শীর্ষক গান। তিনি চীনের তাইওয়ানের একজন বিখ্যাত নারী কন্ঠশিল্পী। ১৯৮৮ সালে চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা একজন বিখ্যাত সংগীত বিশেষজ্ঞ, তাই উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ওয়াং রুওলিন আর শিক্ষা গ্রহণ করেননি। তিনি তাঁর বাবার ব্রত চালিয়ে গিয়েছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘তোমার সুখ থাকুক’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং রুও লিন’র কন্ঠে ‘তোমার সুখ থাকুক’ শীর্ষক গান। তিনি পিয়ানো বাজাতে পছন্দ করেন, তিনি গিটার বাজাতে পছন্দ করেন এবং তিনি গান গাইতে সবচেয়ে বেশি পছন্দ করেন। এ ছাড়া, তিনি গানও লিখতে পারেন। তাঁর গানের রীতি হলো জাজ, তাই তাঁর সুরে রয়েছে কিছু অলসতা। তাঁর গান শুনলে আপনারা বাড়ির সোফার উপরে সূর্যালোকের উষ্ণতা অনুভব করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ওয়াং রুও লিনের কন্ঠে 'আই লাভ ইউ' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং রুও লিন’র কন্ঠে ‘আই লাভ ইউ’ শীর্ষক গান। বন্ধুরা, এ গান শোনার পর আপনারা নিশ্চয়ই এখন ওয়াং রুও লিন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন? তাঁর গানে অলসতার পাশাপাশি রয়েছে আস্থা ও আশার বাণী। তিনি একজন একরোখা ও স্বাধীনচেতা মেয়ে। আশা করি আপনারা তাঁকে পছন্দ করবেন। এখন আপনারা শুনবেন তাঁর কন্ঠে ‘লেটস স্টার্ট ফ্রম হিয়ার’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং রুও লিন’র কন্ঠে ‘লেটস স্টার্ট ফ্রম হিয়ার’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানের থিম হলো ওয়াং রুও লিনের জাজ সংগীত। এখন পর্যন্ত আমরা তাঁর কয়েকটি সুন্দর গান শুনেছি। কেমন লাগল বন্ধুরা? ওয়াং রুও লিন শুধু গান লেখেন না, তিনি অন্য কন্ঠশিল্পীর গানও নতুন রীতি নিয়ে নিজের সুরে আবার গান। এখন আপনাদের শোনাবো ওয়াং রুও লিনের কন্ঠে 'তিন জনের সান্ধ্যভোজ' শীর্ষক গান। আশা করি আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং রুও লিন’র কন্ঠে ‘তিন জনের সান্ধ্যভোজ’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরেক তাঁর কন্ঠে ‘ঘনিষ্ঠ প্রেমিক’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: আজ রাতে বাতাসে তোমার মৃদু হাসি মিস করি। আমার স্বপ্নে সবসময় তোমার দেখা হয়। প্রিয় প্রেমিক, তোমাকে আমার সঙ্গে এতোক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানাই। প্রেমের পথে তুমি থাকলে আমার একাকী লাগবে না।

চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)