‘তুমি নাচতে চাও’
2023-10-09 15:39:50

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সংগীত ব্যান্ড নিউ প্যান্টস’র কন্ঠে ‘শ্বাসের মাধ্যমে এই দুঃখ অনুভব করি’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমরা ইলেকট্রোনিক সংগীত নিয়ে কিছু কথা বলবো এবং বিখ্যাত ইলেকট্রোনিক সংগীত ব্যান্ড নিউ প্যান্টস’র পরিচয় দেবো। এ ব্যান্ডের নাম খুবই অদ্ভুত তাই না? ৪ জন অদ্ভুত যুবক ১৯৯৬ সালে বেইজিংয়ে এ ব্যান্ড গঠন করেন। ব্যান্ডের সদস্যরা হলেন: গায়ক ও গিটার বাদক পেংলেই, বেইজবাদক লিউপাও, পিয়ানোবাদক পাংখুয়ান ও ড্রামবাদক শাংসিয়াও। এ ৪ জন খুবই হইচই করা ছেলে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘আমরা যে আবেগ প্রকাশ করতে পারি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সংগীত ব্যান্ড নিউ প্যান্টস’র কন্ঠে ‘আমরা যে আবেগ প্রকাশ করতে পারি’ শীর্ষক গান। ব্যান্ড প্রতিষ্ঠার প্রথম দিকে ব্যান্ডের সদস্যদের টাকা-পয়লা তেমন একটা ছিল না, তাই তারা ড্রামবাদক শাংসিয়াওয়ের বাড়িতে অভিনয়ের মহড়া করেন ও গান সৃষ্টি করেন। চর্চার সময় তাদের চিত্কারে প্রতিবেশিরা অসন্তুষ্ট হয়ে পুলিশকে ফোন করেন। আহা, খুবই মজার তাই না? এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘তুমি নাচতে চাও’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সংগীত ব্যান্ড নিউ প্যান্টস’র কন্ঠে ‘তুমি নাচতে চাও’ শীর্ষক গান। তখন খুবই কঠিন অবস্থায় তারা আরও বেশি গান লিখেছেন এবং তাদের বাদ্যযন্ত্র বাজানোর মান একটি নতুন উচ্চ পর্যায়ে পৌঁছায়। অবশেষে নিউ প্যান্টস ব্যান্ড সাফল্য অর্জন করে। এখন আমরা ব্যান্ডটির 'ড্রাগন, বাঘ ও মানুষের অমরত্ব' শীর্ষক গান শোনাবো। ব্যান্ডের নামের চেয়ে তাদের গান আরও অদ্ভুত, তাই না? গানে আপনারা আরও মজার সুর খুঁজে পাবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সংগীত ব্যান্ড নিউ প্যান্টস’র কন্ঠে ‘ড্রাগন, বাঘ ও মানুষের অমরত্ব’ শীর্ষক গান। বন্ধুরা, নিউ প্যান্টসের গান কেমন লাগলো? তাদের গানের ছন্দ সহজ তবে খুবই উচ্চকিত। তাদের গানে রয়েছে বহু ইলেকট্রোনিক সংগীতের উপাদান। তাদের গান শোনার পাশাপাশি আপনারা নাচঘরের ডিসকোর আবেশ অনুভব করতে পারেন। আচ্ছা, এখন আপনাদের ব্যান্ডটির 'দুজন বন্ধু' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সংগীত ব্যান্ড নিউ প্যান্টস’র কন্ঠে ‘দুজন বন্ধু’ শীর্ষক গান। আপনারা বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'তোমার জন্য গান'। এ পর্যন্ত আমরা কয়েকটি গান শুনলাম। এখন আমরা তাদের ‘দুঃখের হোটেল’ শীর্ষক গান শুনবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)