সুপার ‘গোল্ডেন উইক’ চীনের অর্থনৈতিক প্রাণশক্তি দেখিয়েছে
2023-10-09 11:15:50

100%
1009topic
Current Time 0:00
Duration -:-
Loaded: 0%
Stream Type LIVE
Remaining Time -0:00
 
1x
Video Player is loading.

চীনা জনগণের জন্য, জাতীয় দিবস বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ছুটির মওসুম। লোকেরা ভ্রমণ এবং কেনাকাটা করার জন্য এই বিরল দীর্ঘ ছুটির সুযোগ নিতে অভ্যস্ত, তাই জাতীয় দিবসের ছুটির সপ্তাহটি "গোল্ডেন উইক" নামেও পরিচিত। চীনের সদ্য-সমাপ্ত মধ্য-শরৎ উৎসব ও জাতীয় দিবসের ছুটিতে পর্যটন ও ভোক্তা-বাজার ব্যাপকভাবে চাঙ্গা হয়ে ওঠে। সুপার ‘গোল্ডেন উইকে’র ৮ দিনের ছুটিতে অভ্যন্তরীণ পর্যটন ভ্রমণের সংখ্যা ছিল ৮২৬ মিলিয়ন, যা গত বছরের তুলনায় ৭১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে; আর ২০১৯ সালের তুলনায় বেড়েছে ৪.১ শতাংশ। এ সময়ে অভ্যন্তরীণ পর্যটন আয় ছিল ৭৫৩.৪৩ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় ১২৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আর ২০১৯ সাল থেকে বেড়েছে ১.৫ শতাংশ। চলচ্চিত্র বক্স অফিসের আয় ২.৭৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে; জাতীয় রেল পরিবহন ১৬০ মিলিয়নেরও বেশি পার্সন টাইমস যাত্রী ছিল। বিস্তারিত শুনুন অনুষ্ঠানে।