আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ ও আকাশ।
বন্ধুরা, আমরা গত অনুষ্ঠানে মধ্য শরৎ উৎসবের কথা উল্লেখ করেছি। আজ আমরা এ উৎসব নিয়ে কিছু কথা বলব, কেমন?
মধ্য শরৎ উৎসব হচ্ছে চীনের একটি ঐতিহ্যবাহী উৎসব। এদিনে চাঁদের আকার গোলাকার হয়। এ দিবসে সবাই চাঁদ উপভোগ করে এবং মুনকেক খায়। ভাই, আপনি মুনকেক অবশ্যই খেয়েছেন। তা কি ধরনের খাবার? স্বাদ কেমন? আমাদের বন্ধুদের একটু বলতে পারবেন কি?
তৌহিদ:....
বন্ধুরা, এ দিবসটির অর্থ হচ্ছে পরিবারের সবার পুনর্মিলন, তথা পরিবারের সবাই একত্রিত হয়। সবাই যদি সম্ভব হয়, বাসায় যান এবং চাঁদ উপভোগ করতে করতে মুনকেক খান। শরৎ ভাই, এ বিশেষ সময়, আমি বাংলাদেশের আপনার বাবামা ও পরিবারের সবাইকে আমার শুভকামনা জানাই। সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন।
তৌহিদ:..
আকাশ; বন্ধুরা, আমরাও আপনাদের বাবামা এবং পরিবারের সবাইকে আমাদের শুভেচ্ছা জানাই।
তৌহিদ:..
শরৎ ভাই ,বাংলাদেশ চাঁদ বা পরিবারের পুনর্মিলন সম্পর্কিত কি কি উৎসব আছে? এমন দিবসের কি কি বিশেষ রীতিনীতি আছে?
তৌহিদ:...
সংগীত
বন্ধুরা, সম্প্রতি নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রথম প্রতিবন্ধী গেমস ও বিশেষ অলিম্পিক গেমস নিংশিয়ার চংওয়েই শহরে অনুষ্ঠিত হয়।
এবারের গেমসের থিম হচ্ছে ‘নতুন যুগে স্বপ্ন বাস্তবায়ন, সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া’। এর মধ্যে প্রতিবন্ধী গেমসে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ভার উত্তোলনসহ মোট ৮টি ইভেন্টস্ রয়েছে।
বিশেষ অলিম্পিক গেমসে টেবিল টেনিস, ব্যাডমিন্টন সহ মোট ৫টি ইভেন্টস্ রয়েছে। ৫ দিন ব্যাপী গেমসে, ৩৭২ জন খেলোয়াড় মোট ১১০০টিরও পদকের জন্য প্রতিযোগিতা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সব অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ছিলেন।
বন্ধুরা, চীনে প্রতিবন্ধীদের সুবিধা ও অধিকার নিশ্চিত করতে নানা ব্যবস্থা রয়েছে। ভাই, এ বিষয়ে আপনি যা দেখেছেন আমাদের কিছু বলতে পারবেন কি?
তৌহিদ:..
(আকাশ/তৌহিদ)